হাওড়া: বাগনানে অভিনেত্রী খুনের ৪দিনের মধ্যেই ফের জাতীয় সড়কে 'লুঠ' (Roberry)। পার্কিংয়ে রাখা কন্টেনারের চালককে বেহুঁশ করে লুঠপাটের অভিযোগ। জানালা দিয়ে কিছু স্প্রে করে ৫ হাজার টাকা, মোবাইল লুঠের অভিযোগ। উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে কন্টেনারে দুষ্কৃতী হামলার (Attack) অভিযোগ।ফের জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। উলুবেড়িয়ায় রাস্তার ধারে পার্কিং করে রাখা কন্টেনারের চালক বেহুঁশ। চালককে বেহুঁশ করে টাকা-মোবাইল হাতাল দুষ্কৃতীরা।


প্রসঙ্গত, বুধবার ভোরে হাওড়ার বাগনানে, জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। কিন্তু, রিয়ার দাদা দাবি করেন, রিয়াকে খুন করেছেন, তাঁর স্বামী। প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় FIR করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে। শুক্রবার গ্রেফতার হন তাঁর ভাই। আর এই ঘটনার ৪দিনের মধ্যেই ফের 'লুঠ' জাতীয় সড়কে।


সম্প্রতি ফিল্মি কায়দায় সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকার অভিযোগ ওঠে মালদা জেলায় । যদিও পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সঙ্গে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে, মালদা জেলার (Malda District) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা কুশিদা গামী রাজ্য সড়ক কামারতা এলাকায়।হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাঙ্কের মেন ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিয়ে চন্ডিপুর কাস্টমার সার্ভিস পয়েন্টে নিয়ে যাচ্ছিল ওই সিএসপির মালিক শাহজামাল। মোটর-সাইকেলে করে নগদ ২ লক্ষ ৬৭ হাজার টাকা নিয়ে যাচ্ছিল সে। তুলসীহাটা থেকে বের হয়ে কামারতায় একটি ইট ভাটার কাছে মন্দিরের সামনে তাকে ঘিরে ধরে আরো দুটি মোটর-সাইকেল। মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় টাকার ব্যাগ।


আরও পড়ুন, সমুদ্র স্নান সেরে ফিশফ্রাইয়ে কামড়, মন ফুরফুরে করতে ঘুরে আসুন পূর্ব মেদিনীপুর


পেশায় সিভিক পুলিশ শাহাজামল সাথে সাথে খোঁজ দেয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার মুহূর্তেই সামনে থাকা মোটর-সাইকেলের নাম্বার দেখে নেয় সে। পুলিশকে ঘটনার বিবরণ দেয়। হরিশ্চন্দ্রপুর থানা আইসি দেওদূত গজমের খবর পেতেই নড়েচড়ে বসে পুলিশ। আইসির নির্দেশে অভিযুক্তদের ধরতে শুরু হয় পুলিশি অভিযান। চাঁচল থানার পুলিশের সাহায্য নিয়ে এক ঘণ্টার মধ্যে গোবিন্দপুর ঘাট নাকা পয়েন্টের কাছে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।