Google Pixel 8 Series: গুগল পিক্সেল ৮ সিরিজ (Google Pixel 8 Series) লঞ্চ হতে চলেছে ৪ অক্টোবর। এই স্মার্টফোন সিরিজে গুগল পিক্সেল ৮ (Google Pixel 8), গুগল পিক্সেল ৮ প্রো (Google Pixel 8 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোন। ইতিমধ্যেই এই সিরিজের দুই ফোন সম্পর্কে একাধিক সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনের সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে। আগের মডেলের তুলনায় নতুন ফোনে আপডেটেড এবং আপগ্রেডেড ফিচার ও স্পেসিফিকেশন থাকবে বলে অনুমান করা হচ্ছে। গত বছরও অক্টোবর মাসেই লঞ্চ হয়েছিল গুগল পিক্সেল ৭ সিরিজ। চলতি বছরেও অক্টোবর মাসেই গুগল পিক্সেল ৮ সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে। আপাতত ভারতে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোন লঞ্চের কোনও খবর জানা যায়নি।


গুগল পিক্সেল ৮ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার



  • গুগল পিক্সেল ৮ ফোন লঞ্চ হতে পারে Obsidian, Hazel এবং Rose- এই তিন রঙে। অন্যদিকে গুগল পিক্সেল ৮ প্রো ফোন লঞ্চ হতে পারে Obsidian, Porcelain এবং Bay- এই তিনটি রঙের ভ্যারিয়েন্টে। 

  • গুগল পিক্সেল ৮ সিরিজের বেস মডেলের দাম হতে পারে ৬৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৫১,৮০০ টাকা। আর প্রো মডেলের দাম হতে পারে ৮৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৮,৮০০ টাকা। 

  • গুগল পিক্সেল ৮ ফোনে একটি ৬.১৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। গুগল পিক্সেল ৮ প্রো ফোনে ৬.৭১ ইঞ্চির একটি LTPO OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে QHD রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। দুটো ফোনের ক্ষেত্রে সুরক্ষার জন্য ডিসপ্লের উপরে থাকতে পারে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন। 

  • গুগলের নিজস্ব টেনসর জি৩ প্রসেসর থাকতে পারে পিক্সেল ৮ সিরিজের দু'টি ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৮ ও পিক্সলে ৮ প্রো ফোন। 

  • গুগল পিক্সেল ৮ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (আলট্রা ওয়াইড লেন্স) থাকতে পারে। অন্যদিকে পিক্সেল ৮ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৪৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স) এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৫এক্স জুম) থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ১০.৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • অনুমান করা হচ্ছে গুগল কর্তৃপক্ষ পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে ৭ বছরের জন্য অপারেটিং সফটওয়্যার আপডেট দিতে পারে। এই ফোনের ক্যামেরায় একাধিক মোড থাকার সম্ভাবনা রয়েছে। যেমন- রিয়েল টোন, নাইট সাইট, অ্যাস্ট্রোফটোগ্রাফি, সুপার রেজোলিউশন জুম ফিচার, ম্যাজিক এডিটর ফেস সোয়াপিং প্রপার্টি। কম আলোয় ভাল ছবি এবং ভিডিও তোলার ফিচারও থাকতে পারে এই দুই ফোনে।  

  • গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনে অডিও ইরেজার ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ইয়ারবাডসে যেমন নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকে এটা অনেকটা তেমন ভাবেই কাজ করবে। অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নয়েজ সরিয়ে দেবে ওই অডিও ইরেজার। ইউজারদের সুরক্ষার জন্য ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে চলেছে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো ফোনে।

  • পিক্সেল ৮ ফোনে ৪৪৮৫ এমএএইচ ব্যাটারি এবং ২৪ ওয়াটের ওয়্যারড ও ১২ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। অন্যদিকে পিক্সলে ৮ প্রো ফোনে ৪৯৫০ এমএএইচ ব্যাটারি ও ২৭ ওয়াটের ওয়্যারড এবং ১২ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- আসছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল, কোন কোন ব্যাঙ্কের মাধ্যমে ক্রেতারা ছাড় পাবেন?