Pixel car Crash Detection Feature: গাড়ি দুর্ঘটনা (Car Crash) হলে ফোনের মাধ্যমে পৌঁছে যাবে বার্তা। বড় বিপদ এড়াতে পারবেন প্রযুক্তির সাহায্যে। গুগল পিক্সেলের (Google Pixel Phone) ফোনে রয়েছে এমনই আধুনিক ও উন্নত পরিষেবা। এবার তা চালু হয়েছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে গুগল এই কার ক্র্যাশ ডিটেকশন (Car Crash Detection Feature) ফিচারের ঘোষণা করেছি। তবে প্রাথমিক ভাবে এই ফিচারের পরিষেবা সীমিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে এবার ভারতে চালু হয়েছে এই পরিষেবা। ভারতের পাশাপাশি অস্ট্রিয়া, বেলজিয়াম, পর্তুগাল এবং সুইৎজারল্যান্ডের বাসিন্দারাও পাবেন গুগল পিক্সেল ফোনের এই বিশেষ ফিচারের সুবিধা।
কোন কোন গুগল পিক্সেল ফোনে কার ক্র্যাশ ডিটেকশন ফিচার কাজ করবে, দেখে নেওয়া যাক তালিকা
ভারতের ইউজারদের জন্য এই ফিচারের সুবিধা পাওয়া যাবে পিক্সেল ৪এ, পিক্সেল ৬এ, পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৭এ, পিক্সেল ৮ এবং পিক্সলে ৮ প্রো- এই ফোনগুলিতে। আপাতত ভারতীয়রা এই ফিচারের সুবিধা পাবেন ইংরেজিতে। হিন্দিতে এখনও গুগলের এই ফিচারের পরিষেবা চালু হয়নি। ইংরেজি-সহ মোট ১১টি ভাষায় এই ফিচারের সুবিধা পাওয়া যাবে। আর বিশ্বের নিরিখে উল্লিখিত ফোনগুলি ছাড়াও গুগল ৪এ এবং পরবর্তী সমস্ত মডেলে এই কার ক্র্যাশ ডিটেকশন ফিচার কাজ করবে। ইংরেজি ছাড়াও এই ফিচারের পরিষেবা চালু হয়েছে ডাচ, ইটালিয়ান, জাপানিজ, ড্যানিশ এবং আরও কিছু ভাষায়।
পিক্সেল কার ক্র্যাশ ডিটেকশন ফিচার আসলে কী
নির্দিষ্ট কিছু পিক্সেল ফোনে গুগলের তরফে এই ফিচার আগে থেকেই ইনস্টল করা থাকবে। যদি আপনার গাড়ি দুর্ঘটনায় পড়ে তাহলে প্রাথমিক সাহায্যটুকু পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে। এই ফিচার সঠিকভাবে তখনই কাজ করতে পারবে যখন আপনার ডিভাইসে লোকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাইক্রোফোন পারমিশন এইসব ফিচার চালু বা এনাবেল থাকবে। এছাড়াও সঠিকভাবে যেন সিম কাজ করে সেটাও দেখে নেওয়া প্রয়োজ। কার ক্র্যাশ বিষয়টি ডিটেক্ট করার জন্য গুগলের এই সেফটি ফিচার accelerometer, location, microphones - এইসব ব্যবহার করবে।
যদি কোনও কার ক্র্যাশ অর্থাৎ দুর্ঘটনা ডিটেক্ট হয়, ফিচারে ধরা পড়ে তাহলে আপনার পিক্সেল ফোন থেকে সরাসরি স্থানীয় এমার্জেন্সি নম্বরে (যেখানে ইউজার রয়েছেন) ফোন চলে যাবে। ভারতের ক্ষেত্রে এই নম্বর ১১২। একবার ফোন গেলে দেখা যাবে ফোনে 'আই অ্যাম ওকে' অপশন দেখতে পাবেন। যদি ভুয়ো ঘটনা হয় তাহলে এমার্জেন্সি ডায়াল বন্ধ করার জন্য ৬০ সেকেন্ড পাওয়া যাবে। আর যদি আপনি 'আই অ্যাম ওকে' অপশনে ক্লিক করেন তাহলে 'নো ক্র্যাশ', 'মাইনর ক্র্যাশ, 'কল ১১২' - এই তিনটি অপশন আসবে আপনার সামনে, পরিস্থিতি অনুসারে বেছে নিতে পারবেন যেকোনও একটা। যদি এমার্জেন্সি ডায়াল করে থাকেন তাহলে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, দমকল কিংবা পুলিশ- কোন সাহায্য আপনার প্রয়োজন সে ব্যাপারেও জিজ্ঞেস করা হবে। যদি আপনার কারও সঙ্গে কথা বলার অবস্থা না থাকে তাহলে এমার্জেন্সি ডায়ালের সঙ্গে এইসব prompts পাবেন আপনি, সেখান থেকে বেছে নিতে হবে।
এই ফিচার এনাবেল থাকলে এবং যদি কার ক্র্যাশ হয়, আর অন্য কারও কাছে আপনার ফোন থাকে তাহলে আপনার ফোনের লক স্ক্রিনে মেসজে এবং এমার্জেন্সি ডিটেলস দেখতে পাবেন ওই দ্বিতীয় ব্যক্তিও। পার্সোনাল সেফটি অ্যাপের এই ফিচার ডিসেবল অর্থাৎ বন্ধ করে রাখার সুবিধাও থাকবে আপনার হাতে। অনেক দেশেই ভুয়ো এমার্জেন্সি ডায়াল নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে। তাই এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়াই ভাল। যদি কোনওভাবে এমার্জেন্সি কল চলেও যায় তাহলে ৬০ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিন।
কীভাবে পিক্সেল কার ক্র্যাশ ডিটেকশন ফিচার চালু করবেন
এর জন্য আপনাকে পিক্সেল ফোনের পার্সোনাল সেফটি অ্যাপে যেতে হবে। এখানে ফিচার্স অপশনে ট্যাপ করে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে কার ক্র্যাশ ডিটেকশন অপশন। ডিফল্ট হিসেবে এই ফিচার ডিসেবল থাকবে। আপনি এটা এনাবেল করলে ফিচার সেট আপের জন্য ডিভাইস আপনার কাছে লোকেশন, মাইক্রোফোন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এসব অ্যাকসেস পাওয়ার জন্য অনুমতি চাইবে। এইসব অনুমতি পেয়ে গেলেই চালু বা অন হয়ে যাবে ফিচার।
Car loan Information:
Calculate Car Loan EMI