End to End Encription: টেক জায়ান্ট গুগল (Tech Giant Google) তাদের মেসেজ অ্যাপের ক্ষেত্রে গ্রুপ চ্যাটের (Group Chat) মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End to End Encription) ফিচারের রোল আউট শুরু করেছিল। আপাতত বিটা প্রোগ্রামের ক্ষেত্রেই চলছে এই পরীক্ষা নিরীক্ষা। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ওপেন বিটা ইউজারদের জন্য গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের রোল আউট সম্পন্ন করেছে। মাসখানেক আগেই এই রোল আউট সম্পন্ন হয়েছে বলে শোনা গিয়েছে। গুগল মেসেজের এই ফিচারের সাহায্যে দু'জন ইউজারের মধ্যে one to one কথোপকথন আরও বেশি নিরাপদে থাকবে। কারণ সমস্ত মেসেজ থাকবে এনক্রিপটেড। ফলে তা একদম সুরক্ষিত থাকবে। কেবলমাত্র সেন্ডার এবং রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি মেসেজ পাঠাচ্ছেন এবং যাঁর কাছে মেসেজ যাচ্ছে, তাঁরাই এই মেসেজগুলো দেখতে পাবেন।


গুগল মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার আগেই যুক্ত হয়েছে। তবে তা ছিল ব্যক্তিগত মেসেজ অর্থাৎ ওয়ান টু ওয়ান মেসেজের ক্ষেত্রে। এবার এই ফিচার গুগল মেসেজের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা সবসময়েই খেয়াল রাখে টেক জায়ান্ট গুগল। এবার তাদের মেসেজের গ্রুপ চ্যাটেও যুক্ত হয়েছে এই সুরক্ষিত পদ্ধতি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওপেন বিটা প্রোগ্রামে থাকা কিছু ইউজারের জন্য এই ফিচার চালু হয়ে যাবে। গুগল মেসেজের গ্রুপ চ্যাটে This chat is now end-to-end encrypted এই ব্যানার দেখা যাবে। এছাড়াও সেন্ড বাটনে থাকবে একটি লক আইকন। গুগল মেসেজের মাধ্যমে মেসেজ পাঠানো হলে তা তৃতীয় ব্যক্তি যেন পড়তে না পারেন সেই জন্যই এই এন্ড টু এন্ড এনক্রিপটেড ফিচার চালু করা হয়। এর পাশাপাশি গুগল মেসেজের ক্ষেত্রে ইমোজির অপশনও চালু করা হয়েছে কিছু বিটা টেস্টারদের ক্ষেত্রে। 


হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে মেসেজ। গ্রুপ চ্যাট হোক বা ব্যক্তিগত চ্যাট, দু'ক্ষেত্রেই রয়েছে এই এন্ড টু এন্ড ক্রিপশন ফিচারের সাপোর্ট। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই চালু হয়েছে এই ফিচার। এন্ড টু এন্ড এনক্রিপশনের অর্থ, আপনার মেসেজ বা চ্যাট তৃতীয় কেউ পড়তে পারবেন না। তবে শুধু এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারের সাপোর্ট থাকলেই হবে না। ইউজারদেরও সতর্ক থাকতে হবে। নাহলে সাইবার দুনিয়ায় পদে পদে লুকিয়ে থাকা বিপদের সম্মুখীন হবেন আপনি। তাই সতর্ক থাকুন। ফোনে যেকোনও মাধ্যমে আসা লিঙ্ক ক্লিক না করাই ভাল। অচেনা নম্বরের ফোনে নিজের ব্যাঙ্ক ডিটেলস একেবারেই দেবেন না। ছোটখাটো এই বিষয়গুলো মাথায় রাখলেই বিপদ এড়িয়ে যেতে পারবেন আপনি। 


আরও পড়ুন- জুম কলেও এবার হাজির 'অবতার', স্থির ছবির বদলে থাকবে অ্যানিমেশনের ছবি