Google Search: সার্চ ইঞ্জিন (Search Engine) হিসেবে বিশ্বের সর্বত্র জনপ্রিয় গুগল (Google)। শোনা যাচ্ছে, এবার গুগল তাদের সার্চ ইঞ্জিনে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে গুগলের সার্চ ইঞ্জিনে নতুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Feature) ফিচার যুক্ত হতে চলেছে। এই এআই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকতে পারে ChatGPT-র মতো ফিচার। প্রসঙ্গত উল্লেখ্য, ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এই তালিকায় রয়েছে এআই চ্যাটবোট ChatGPT। এর একাধিক ভার্সান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, আগামী দিনে মানুষের মতোই বিভিন্ন অফিসে কাজকর্মে দক্ষ হয়ে যাবে ChatGPT। আর তাই গুগলের সার্চ ইঞ্জিনের ফলাফল যাতে ইউজাররা সহজে, সাবলীল ভাবে পেতে পারেন সেই লক্ষ্যেই এখানে যুক্ত হতে চলেছে নতুন এআই চ্যাট , ভিডিও ক্লিপিংস এবং আরও অনেক কিছুই।


গুগল তাদের সার্চ ইঞ্জিনকে আরও বেশি সক্রিয়, সহজ-সাবলীল এবং গ্রহণযোগ্য করার পরিকল্পনায় রয়েছে। Wall Street Journal- এর রিপোর্টে বলা হয়েছে তরুণ প্রজন্মকে পরিষেবা দেওয়ার জন্যই এআই ভিত্তিক ফিচার যুক্ত হতে চলেছে গুগলের সার্চ ইঞ্জিনে। বর্তমানে গুগলের সার্চ ইঞ্জিনে রয়েছে 10 blue links সার্ভিস। এর থেকে পেরিয়ে অর্থাৎ ট্রাডিশনাল ফরম্যাট ভেঙে নতুন কিছু যুক্ত করতে চলেছে গুগল। আগামী সপ্তাহে গুগলের বার্ষিক I/O developer conference অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন ফিচার নিয়ে নয়া রূপে গুগল আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে ইউজাররা নতুন এআই প্রোগ্রামের সাহায্যে কথোপকথন এগোতে পারবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে নতুন এআই চ্যাট, ভিডিও ক্লিপ ফিচার, শর্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট এইসব আরও বেশি পরিমাণে যুক্ত হতে চলেছে। এইসব ফিচার যুক্ত হলে ইউজাররা গুগল সার্চ থেকে আরও অনেক সুবিধা পাবেন আগামী দিনে। 


প্রযুক্তির দুনিয়ায় এখন আলোচনা চলছে শুধুই ChatGPT নিয়ে। গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে এই ChatGPT নিয়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল। কারণ সেই সময়েই পাবলিক টেস্টিংয়ের জন্য এই ChatGPT - র বিটা ভার্সানের রোল আউট শুরু হয়েছিল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবোট বিভিন্ন ধরনের কাজ করতে পারে। একজন মানুষ যেভাবে কোনও প্রশ্নের উত্তর দেন, সেভাবেই জবাব দিতে পারে এই ChatGPT। এর পাশাপাশি একাধিক টাস্ক সম্পন্ন করতে পারে এই এআই চ্যাটবোট। সেই তালিকায় রয়েছে কোনও কিছু লেখা, কবিতা তৈরি করা, রচনা লেখা, ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করা, ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা এবং আরও অনেক কিছু। কয়েকদিন আগেই আবার ChatGPT- র একটি আপডেটেড, উন্নত এবং শক্তিশালী ভার্সানের ঘোষণা করা হয়েছে। নতুন প্রযুক্তির নাম GPT-4। আগের ভার্সানের তুলনায় আরও শক্তিশালী কাজ করতে পারবে এই GPT-4। ছবি থেকেও নিতে পারে ইনপুট। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজের নিরিখে এই GPT-4 ভার্সানের পরীক্ষা নিরীক্ষাও চলছে। 


আরও পড়ুন- হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?