Whatsapp Feature: মেটা (Meta) অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে (Whatsapp) চালু হতে চলেছে নতুন একটি ফিচার যার নাম 'অ্যাডমিন রিভিউ' (Admin Review)। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ (Whatsapp Group) অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা দেওয়া হবে যাতে তাঁরা ভালভাবে হোয়াটসঅ্যাপের গ্রুপ মডারেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই নতুন ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা গ্রুপ অ্যাডমিনের কাছে নির্দিষ্ট কোনও মেসেজ নিয়ে রিপোর্ট করতে পারবেন। 


হোয়াটসঅ্যাপে 'অ্যাডমিন রিভিউ' ফিচার চালু হয়ে গেলে গ্রুপের একজন বা একাধিক সদস্য কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে যদি অ্যাডমিনের মনে হয় তাহলে তিনি ওই নির্দিষ্ট মেসেজের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবেন। আপাতত এইফিচার অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হবে বলে শোনা গিয়েছে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের দ্বারা চিহ্নিত করা মেসেজ থেকে কোনওভাবে গ্রুপের নিয়ম লঙ্ঘন করা হয় বা সেটি আপত্তিকর তাহলে সেই মেসেজের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনের হাতে। সরাসরি ওই মেসেজ গ্রুপ থেকে ডিলিট করে দেওয়ার সুবিধা পাবেন তাঁরা। 


নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মেসেজে সদস্যরা রিপোর্ট করছেন, সেটা কেবলমাত্র গ্রুপের অ্যাডমিনই জানতে পারবেন বা দেখতে পাবেন। ওই গ্রুপের ইনফো অপশনের মধ্যে একটি নতুন বিভাগে যুক্ত থাকবে এই ফিচার। সেখানেই রিপোর্ট হওয়া মেসেজ দেখতে পাবেন অ্যাডমিনরা। এই মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন পাবেন গ্রুপের অ্যাডমিন প্যানেলে থাকা ব্যক্তিরা।


অন্যদিকে নতুন তিনটি ফিচারের 'রোল আউট' শুরু হোয়াটসঅ্যাপে, কী কী সুবিধা আসছে?


মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) তিনটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে। বিটা ভার্সানেই এই তিনটি ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম ফিচারটি হল হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু চ্যাট লক করে রাখা। এই ফিচারটি আইওএস বিটা ভার্সানে রোল আউট করা হবে। দ্বিতীয় ফিচারটি হল হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকেও শেয়ার করার সুবিধা। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে রোল আউট করা হবে। আর তৃতীয় ফিচারটি হল ভয়েস নোট ট্রান্সক্রাইব করা। এটি চালু হবে হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সানে। এক্ষেত্র আইওএস ১৬ ভার্সানের প্রয়োজন হবে। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রে। 


মার্চ মাসেও ভারতে নিষিদ্ধ হয়েছে প্রচুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট


মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। 


আরও পড়ুন- প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন