কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে অনেকটাই পাল্টে গিয়েছে আধুনিক বিশ্ব। এবার ভোর বদলে যেতে পারে মানুষেরও। গুগলের নতুন ফিচার অন্তত তেমনই সুবিধা নিয়ে আসছে এবার। নিজের অবতার তৈরির পাশাপাশি সেটিকে অঙ্গুলিহেলনে চালানো যাবে বলে জানিয়েছে এই টেক জায়ান্ট। যার ফলে অনায়াসে একজনের প্রক্সি দিতে পারবে ওই অবতার।
অবতার ধারণা নতুন নয় যদিও
এর আগে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অবতার ক্রিয়েট বা তৈরি করা যেত। সেটি হুবহু একজনের মুখের সঙ্গে না মিললেও আকার আকৃতি ও স্টাইলে মিলে যেত। তডে এবার গুগল যে অবতার তৈরি করবে তা অনেকটাই আলাদা হতে চলেছে। কারণ অত্যাধুনিক কৃত্রগম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে এই অবতার বানানো হবে। যার ফলে একজনের মতো আবিকল দেখতে তৈরি হবে ওই অবতার।
মুখ দেখেই থ্রিডি অবতার
একজনের মুখ দেখেই থ্রিডি অবতার তৈরি করে দিতে পারবে গুগলের এই নয়া ফিচার। নিজের ছবি দিতে হবে এর জন্য শুধু। তাই দেখেই অবিকল একটি মডেল গড়ে দেবে গুগল। সেটির হেয়ার স্টাইল থেকে পোশাক পরিচ্ছদ সবই ঠিক করে নেওয়া যাবে। অর্থাৎ মুখের অবিকল চেহারা চলে আসার পর বাকিটা নিজের মনমতো সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। তবে এতেই চমকের শেষ নয়। কারণ গুগল ভ্লগার আরও বেশ কিছু কাজ করতে সক্ষম।
গুগল ভ্লগারের আসল চমক
গুগল ভ্লগারের আসল চমক এর চলাফেরায়। অর্থাৎ এই থ্রিডি মডেলটিকে চলাফেরা করানো যাবে। এর জন্য একজনকে শুদু মুখে নির্দেশ দিতে হবে। নির্দেশ পেলেই সেই মতো কাজ করে দেখাবে ওই মডেলটি।
ভিডিয়োতে ব্যবহার
গুগল ভ্লগার নামকরণের পিছনেই রয়েছে ভিডিয়োর উদ্দেশ্য। অর্থাৎ এটি দিয়ে চাইলে ভিডিয়ো বানানো সম্ভব। মডেলটিকে অনায়াসে সাধারণ আর পাঁচটা মানুষের মতো করেই ভিডিয়োতে দেখাতে পারবেন তার মালিক। যা ভিডিয়ো তৈরির গোটা প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও লাভদায়ক করে তুলতে পারে। বেশ কিছু ব্লগারের মতে, গুগল ভ্লগারের এই সুবিধা আদতে গোটা মানচিত্রই পাল্টে দিতে সক্ষম। যেভাবে ভিডিয়োগ্রাফি, রিল, ভ্লগিং করা হয়, তার পুরো প্রক্রিয়াতেই বদল আসতে পারে এর জেরে। তবে ঠিক কীভাবে তা ঘটতে চলেছে তা সময় বলবে।
আরও পড়ুন -Facebook Update: ফেসবুক মেসেঞ্জারেও এডিট ফিচার; ক'বার, কীভাবে, কতক্ষণ শোধরানো যাবে মেসেজ ?