Air Conditioner: গরমের মরশুম (Summer Season) শুরু হয়ে গিয়েছে। আর চলতি বছর এপ্রিল মাসের শুরু থেকেই পারদ (SUmmer Heat) যেভাবে চড়ছে তার জেরে টেকা দায়। এখনই শুরু হয়ে গিয়েছে দাবদাহ। তাহলে আগামী কয়েক মাসে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা আন্দাজ করেই শিউরে উঠছেন সাধারণ মানুষ। যাঁদের বাড়িতে এয়ার কন্ডিশনার (Air Conditioner) রয়েছে, তাঁরা ইতিমধ্যেই এসি (AC Machine) চালানো শুরু করে দিয়েছেন। ঠান্ডা পরিবেশ হয়তো রাতের ঘুম আরামে হচ্ছে। কিন্তু একই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে মোটা অঙ্কের বিদ্যুতের বিল মেটানোর ভয়।


এসি মেশিন কীভাবে ব্যবহার করলে আপনাকে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল দিতে হবে না সেটা জেনে নিন


তাপমাত্রা সেট করে রাখুন এসি মেশিনে


অনেকেই ভাবেন এসির টেম্পারেচার কমিয়ে দিলেই ঘর দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আদপে মোটেই তা হয় না। এটা এক প্রকারের ভ্রান্ত ধারণা। আর এই ফলে খরচও কম হয় না। বরং আপনি এসি-র তাপমাত্রা যত কমাবেন ততই চড়বে বিদ্যুতের বিল। এক ডিগ্রি করে তাপমাত্রা এসি মেশিনে কমালে প্রায় ৬ শতাংশ করে ইলেকট্রিক বিলের পরিমাণ বেড়ে যায়। Bureau of Energy Efficiency জানিয়েছে এসি- র তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকা মানে তা আরামদায়ক এবং মানবশরীরে জন্য আদর্শ। আপনার ঘরের এসি- র তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। তাহলে পরিবেশ আরামদায়ক থাকবে। 


নির্দিষ্ট সময়ান্তরে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করতে হবে এবং সার্ভিসিং করানো প্রয়োজন


উইন্ডো এসি হোক কিংবা স্প্লিট এসি- দু'ক্ষেত্রে কনডেনসার থাকে বাইরের দিকের অংশে। এই যন্ত্রাংশই মূলত গরম হাওয়া ঘর থেকে বের করে। এই কনডেনসার পরিষ্কার রাখা প্রয়োজন। এছাড়াও এসি মেশিনের ফিল্টারে সহজে ধুলো জমে যায়। তার ফলে মেশিনের উপর চাপ পড়ে এবং তা খারাপ হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট সময়ান্তরে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা জরুরি। কারণ ফিল্টারে ময়লা জমে থাকলে এসি চালানো হলেও ঘর সেভাবে ঠান্ডা হবে না এবং অনেক বেশি কারেন্টও খরচ হবে। তার ফলে বিদ্যুতের বিল আসবে বেশ মোটা অঙ্কে। তাই সতর্ক থাকা দরকার। বছরে এক থেকে দু'বার পুরো এসি সার্ভিসিং প্রয়োজন। আর এসি মেশিএর ফিল্টারে জমে থাকা ধুলো প্রতি মাসেই পরিষ্কার করতে পারলে ভাল। দরকার পড়লে অবশ্যই এসি টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে নিন। 


যে ঘরে এসি চালাবেন সেখানে দরজা-জানলা ভালভাবে বন্ধ করুন


এমনটা না করলে আপনার ঘরে গরম হাওয়া ঢুকতে থাকবে এবং ঘর ঠান্ডা হতে চাইবে না। এক্ষেত্রেই বাড়বে বিদ্যুতের বিলের পরিমাণ। তাই এসি চালানোর আগে ভালভাবে ঘরের দরজা, জানলা বন্ধ করে নেওয়া প্রয়োজন। 


এসি- র সঙ্গে চালিয়ে রাখুন ফ্যান


অনেকে ভাবেন ফ্যান চালালে হয়তো এসি মেশিন ঠিকভাবে ঘর ঠান্ডা করতে পারবে না। এটাও ভ্রান্ত ধারণা। বরং এসি মেশিন চালানোর পর যদি ফ্যানও চালিয়ে দেন তাহলে ঠান্ডা হাওয়া তাড়াতাড়ি সারা ঘরে ছড়িয়ে পড়বে এবং ঘর কম সময়ে ঠান্ডাও হয়ে যাবে। আর তার ফলে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল আসবে না আপনার বাড়িতে। 


এসি মেশিনে টাইমার ব্যবহার করুন


আজকাল সমস্ত এয়ার কন্ডিশনারই স্মার্ট ফিচার যুক্ত। তাই এসি মেশিনে টাইমার সেট করে দিন। তারপর ঘুমোতে যান। আপনি যেভাবে টাইমার সেট করবেন, ধরে নেওয়া যাক এক ঘণ্টা কিংবা ২ ঘণ্টা, সেই সময়ের পর এসি মেশিন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। অথচ ঘরও ঠান্ডা থাকবে। আর বেশিক্ষণ টানা এসি চালু না থাকার ফলে খুব বেশি ইলেকট্রিক বিলও আসবে না। 


আরও পড়ুন- নতুন ল্যাপটপ কিনবেন ভাবছেন? ৪০ হাজার টাকার কমে অ্যামাজনে কোন কোন মডেল পাবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।