Realme Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6)। আগামী ২০ জুন এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। চিনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৬ ফোনের (Realme GT 6 Neo) একটি rebadged ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৬ ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি জিটি ৬ ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে সংস্থা। এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে রিয়েলমি জিটি ৬ ফোন ভারতে কী কী রঙে লঞ্চ হবে। অন্যদিকে জানা গিয়েছে, রিয়েলমি জিটি ৬ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ফিচারই থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে রিয়েলমি জিটি ৬ ফোন কেনা যাবে ভারতে লঞ্চের পর। এই দুই ওয়েবসাইটে ফোনের জন্য মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সবুজ এবং রুপোলি রঙে রিয়েলমির এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। 


রিয়েলমি জিটি ৬ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে দেখে নেওয়া যাক 



  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকবে বলে জানিয়েছে রিয়েলমি সংস্থা। 

  • রিয়েলমি জিটি ৬ ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। 

  • রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে।

  • আর সম্পূর্ণ চার্জ হতে অর্থাৎ শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৮ মিনিট। 

  • ডুয়াল ভিসি কুলিং সিস্টেম থাকতে চলেছে রিয়েলমি জিটি ৬ ফোনে। ফলে সহজে ডিভাইস গরম হবে না। গেম খেলতে সুবিধা হবে ইউজারদের।  

  • রিয়েলমি জিটি ৬ ফোনে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। 

  • সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত) এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর থাকবে। 

  • আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর দেখা যাবে। 


আরও পড়ুন- তীব্র গরমে বিস্ফোরণ ঘটতে পারে ইলেকট্রনিক্স ডিভাইসে, প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি সামলাবেন কীভাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।