Honor 200 Lite 5G: ভারতে লঞ্চ হয়েছে Honor ২০০ লাইট ৫জি ফোন। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও Honor ২০০ লাইট ৫জি ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং ৩৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার পাওয়া যাবে ফোনের বাক্সের মধ্যে। এর আগে Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0 - এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এখানে রয়েছে একাধিক এআই ফিচার। 


ভারতে Honor ২০০ লাইট ৫জি ফোনের দাম কত 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও কেনা যাবে এক্সপ্লোর Honor ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু মেনলাইন স্টোর থেকে। এসবিআই গ্রাহকরা ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন এই ফোন কেনার ক্ষেত্রে। তার ফলে ফোনের দাম কমে হবে হবে ১৫,৯৯৯ টাকা। অ্যামাজনের প্রাইম মেম্বাররা এই ফোন কেনার সুযোগ ২৬ সেপ্টেম্বর রাত ১২টাতেই পাবেন। Cyan Lake, Midnight Black, Starry Blue- এই তিন রঙে লঞ্চ হয়েছে Honor ২০০ লাইট ৫জি ফোন। 


Honor ২০০ লাইট ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 



  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। 

  • এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৮ জিবি অতিরিক্ত বাড়ানো সম্ভব। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • একাধিক এআই ফিচার রয়েছে Honor ২০০ লাইট ৫জি ফোনে। এই ফোনের ওজন প্রায় ১৬৬ গ্রাম। 

  • Honor ২০০ লাইট ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। 


আরও পড়ুন- ভারতে আসছে ভিভোর নতুন ফোন, কেমন হবে ডিজাইন, কী কী ফিচার থাকবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।