Honor X9c 5G: ভারতে লঞ্চ হয়েছে Honor X9c 5G ফোন। এই ফোনের অন্যতম আকর্ষণ ৬৬০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে দ্রুত গতিতে কাজ করে এমন একটি প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১। Honor X9c 5G ফোন হাত থেকে পড়লেও সহজে নষ্ট হবে না বা ভেঙে যাবে না। এছাড়াও ধুলো এবং জলেও সহজে নষ্ট হবে না। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক AI ফিচারের সাপোর্ট রয়েছে Honor X9c 5G ফোনে।
ভারতে Honor X9c 5G ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হবে ১২ জুলাই থেকে। সেদিন থেকে কেবলমাত্র এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এসবিআই এবং আইসিআইসিআই- এই দুই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে ক্রেতারা ৭৫০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন।
কী কী ফিচার রয়েছে Honor X9c 5G ফোনে, দেখে নিন একনজরে
- ৬.৭৮ ইঞ্চির curved AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Android 15-based MagicOS 9.0 - এর সাহায্যে পরিচালিত হবে ফোন
- এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড শুটার। আর ফোনের স্ক্রিনে উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৬৬০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
Realme Phones: রিয়েলমি ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ করতে চলেছে বলে শোনা গিয়েছে। দেশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৫ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১৫ এবং রিয়েলমি ১৫ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে আগেই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে আরও এক ফোনের নাম। রিয়েলমি ১৫টি মডেলও ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, রিয়েলমি ১৫টি ফোনে ১২ জিবি পর্যন্ত র্যামের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাপোর্ট। অনুমান, রিয়েলমি ১৫টি ফোন ভারতে লঞ্চ হতে পারে অগস্ট মাসে। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এর আগে প্রো প্লাস মডেলে যেসব ফ্ল্যাগশিপ ফিচার থাকত তা এই স্মার্টফোন সিরিজের প্রো মডেলেই থাকতে পারে বলে শোনা যাচ্ছে।