কলকাতা: সিম কার্ড নিয়ে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সমস্য়ার মোকাবিলা করতেই একটি নতুন আইন এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া। কেন্দ্রের টেলিকম মন্ত্রকের নির্দেশে সিম কার্ড নিয়ে বেশ কয়েকটি কড়া নিয়ম চালু করা হয়েছে। ভুয়ো সিম কার্ড কমাতে সিম রেজিস্ট্রেশনের সংখ্যা বেঁধে দিয়েছে কেন্দ্র। 


এক নামে কটি সিম রাখা যায় ?


একটি নামে নয়টির বেশি সিম কার্ড রাখা যাবে না। এখানে একটি নাম বলতে একটি আধার কার্ডকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটি ইউনিক আইডির ভিত্তিতে নয়টি সিম কার্ড থাকবে। এর বেশি সিম রেজিস্টার হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


বাড়ছে প্রতারণা


২০২৩ সালের শুরুর দিকে পাঞ্জাব পুলিশ প্রায় দুই লাখ সিম কার্ড ব্লক করে দেয়। এই সিমগুলির প্রতিটিই ছিল ভুয়ো ও অন্যের নামে খোলা। শুধু তাই নয়, সিমগুলি প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহার করা হত। এছাড়াও, পুলিশ ৬৭০০০ সিমের হদিশ পায়। যেগুলি কোনও রেজিস্ট্রেশন ছাড়াই সিম ডিলাররা বিক্রি করে দিয়েছেন। 


সিম ডিলারদের রেজিস্ট্রেশনের নিয়ম


এমন বেশ কিছু ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। সিম ডিলারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়। এই রেজিস্ট্রেশন বিভিন্ন সংস্থাকেই করাতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। এতে  যে কেউ সিম বিক্রির ক্ষমতা পাবে না। ভুয়ো সিম কার্ড কমাতেই এই পদক্ষেপ নেয় টেলিকম মন্ত্রক।


নিজের নামে থাকা সিম কার্ড জানার উপায়


আপনার নামে কটি সিম রয়েছে তা বোঝার উপায় রয়েছে। 



  • এর জন্য প্রথমে কেন্দ্রীয় সরকারের সঞ্চারসাথী পোর্টালে যেতে হবে।

  • Tafcop পোর্টাল লিখে সার্চ করলেও একটি সরকারি ওয়েবসাইট দেখাবে।

  • ওই সাইটর হোম পেজেই মোবাইল নম্বর দেওয়ার একটি বক্স পাবেন।

  • সেখানে মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা দিতে হব।

  • ক্যাপচা ভ্যালিডেট হয়ে গেলে আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে সাইট থেকে।

  • ফোন দেখে সেই ওটিপি সাইটে এন্টার করতে হবে।

  • এন্টার করলেই আপনার নামে রেজিস্টার থাকা ফোন নম্বরগুলি দেখাবে।

  • ফোন নম্বর পুরো দেখা যাবে না। মাঝের কিছু অঙ্ক কাটা থাকবে। 

  • শুরু ও শেষ দেখে বুঝে নিতে হবে নিজের ফোন নম্বর। 

  • এর বাইরে কোনও নম্বর থাকলে সেগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন।

  • সেই সুযোগ নম্বরের পাশেই পাবেন।


আরও পড়ুন - Disney Plus: পাসওয়ার্ড শেয়ারিংয়ে কোপ, তবে থাকবে অন্য সুবিধা, নেটফ্লিক্সের পথেই হাঁটছে ডিজনি প্লাস