Android Smartphone Tips and Tricks: অ্যাপলের বিভিন্ন ডিভাইসে আগে থেকেই রয়েছে এই বিশেষ ব্যবস্থা। আইফোন, আইপ্যাডের ব্যবহারকারীদের ব্যাটারি স্বাস্থ্য পরীক্ষার সুয়োগ দেয় অ্যাপল। যার মাধ্যমে ডিভাইসের ব্যাটারি বদলানোর সময়ের বিষয়ে জানতে পারবেন ব্যবহারকারী। এবার অ্যান্ড্রয়েডের ফোনেও পাবেন এই সুবিধা। জানেন কোথায় রয়েছে সিক্রেট কোড।
Smartphone Tips: কীভাবে পরীক্ষা করবেন ব্যাটারির স্বাস্থ্য ?
অ্যাপল সুবিধা দিলেও এতদিন দেয়নি অ্যান্ড্রয়েড। এমনকী হাল আমলের অ্যান্ড্রয়েড 12-এর অপারেটিং সিস্টেমেও ছিল না ব্যাটারির স্বাস্থ্য জানার অবকাশ। এর মানে এই নয় যে কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি স্বাস্থ্য পরীক্ষা করা অসম্ভব। এই কাজ চাইলে একন করতে পারবেন আপনি। বর্তমানে কিছু স্মার্টফোন নির্মাতা অ্যাপলের মতোই তাদের ডিভাইসে বিল্ট-ইন এই বৈশিষ্ট্য অফার করে। কেউ কেউ স্মার্টফোনের সম্পূর্ণ পরীক্ষা চালানোর জন্য আলাদা ফার্স্ট পার্টি অ্যাপ দেয়। এছাড়াও আপনি পেতে পারেন অনেক থার্ড পার্টি অ্যাপ।
Android Smartphone: কীভাবে করবেন ব্যাটারির পরীক্ষা ?
স্যামসাং স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং সেটিংস মেনুতে একটি পরীক্ষার অপশন অফার করে। যা ব্যবহারকারীদের ব্যাটারি, নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ক্যামেরা ইত্যাদি সহ তাদের স্মার্টফোনের সম্পূর্ণ পরীক্ষা চালানোর অনুমতি দেয়। এর জন্য ব্যবহারকারীদের এই সেটিংস -> Battery and Device Care -> Diagnostics-এ যেতে হবে। এখানে চাইলে আপনি সম্পূর্ণ ডায়াগনস্টিক চালাতে পারেন বা স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাটারি অপশনে ট্যাপ করতে পারেন।
Smartphone Tips: সিক্রেট কোড কী জানেন ?
ব্যাঙ্কের অ্য়াকাউন্ট ব্যালেন্স যেভাবে পরীক্ষা করেন, বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে সেরকমই একটি গোপন কোড দেওয়া থাকে। যার মাধ্যমে ফোনের ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন আপনি। গোপন কোড সহ ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করতে ডায়াল করতে আপনাকে সিক্রেট কোডের পাশাপাশি *#*#4636#*#*। এই গোপন কোডটি নির্দিষ্ট কিছু Android স্মার্টফোনে কাজ করে। এটি আপনার ফোনের জন্য কাজ নাও করতে পারে।
আরও পড়ুন : Home Loan EMI: গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা