iPhone: প্রতিবছরই প্রায় নতুন আইফোন (iPhone) লঞ্চ করে অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ। মূলত আপডেট হয় সফটওয়্যার। অনেক সময়েই বিশেষ কিছু ফিচার পরিবর্তন হয় না। তাই নতুন আইফোন না কিনলেও আপনি যে খুব পিছিয়ে থাকবেন তা নয়। বরং আপনার পুরনো আইফোন ব্যবহার করেও আপডেটেড থাকতে পারবেন আপনি। অন্তত তিন বছর একটা আইফোন সমস্ত রকম আপডেটেড ফিচার সমেত ব্যবহার করা যায়। কীভাবে নিজের পুরনো আইফোন দীর্ঘমেয়াদি করবেন, অনেকদিন টিকিয়ে রাখবেন? এর জন্য জেনে নিন সহজ কিছু টিপস। পুরনো আইফোনের ক্ষেত্রে এইসব কৌশল ব্যবহার করলে তা অনেকদিন পর্যন্ত ভাল থাকবে। 



লেটেস্ট সফটওয়্যার আপডেট রাখুন ফোনে


নতুন আইফোন লঞ্চ করার সময় নতুন ফিচারের সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেটও যুক্ত করে অ্যাপেল কর্তৃপক্ষ। একটি আইফোনে অন্তত চারটি বড় iOS আপডেট যুক্ত হয়। এর ফলে ফোন আরও বেশি সুরক্ষিত হয় এবং up-to-date থাকে। তাই আপনার কাছে যে আইফোন রয়েছে সেখানে লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকা প্রয়োজন। সফটওয়্যার আপডেট করার আগে দেখে নেবেন ফোনে যেন ৬০ শতাংশ ব্যাটারি থাকে এবং ভাল ইন্টারনেট কানেকশন থাকে। Go to Settings > General > Software Update- এই পদ্ধতিতে কাজ করলে খুব সহজেই নিজের আইফোনে লেটেস্ট iOS ভার্সান ইনস্টল করতে পারবেন আপনি। 


ব্যাটারি পরিবর্তন


আইফোনের বয়স হয়েছে। আর আগের মতো কাজ করছে না। এক্ষেত্রে নতুন আইফোন কেনাই একমাত্র সমাধান নয়। আপনি চাইলে নতুন আইফোন কেনার পরিবর্তে ব্যাটারি পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ তুলনায় অনেকটাই কম হবে। অ্যাপেলের সার্ভিস সেন্টার থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন করবেন। অন্য কোথাও থেকে আইফোনের ব্যাটারি পরিবর্তন না করাই ভাল। 


বছরে একবার আইফোন রিসেট করুন


যদি আপনার আইফোনে স্টোরেজ পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং ফোন খুবই ধীর গতিতে কাজ করে তাহলে এই সমস্যার থেকে সহজে রেহাই পাওয়ার উপায় হলো ফোন রিসেট করা। আইফোন রিসেট করলে যাবতীয় cache এবং temp files ফোন থেকে ডিলিট হয়ে যাবে। ফোন দ্রুত গতিতে কাজ করবে। 


হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করার অপশন 


শোনা যাচ্ছে, এবার একটি নতুন ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেও রিপোর্ট করতে পারবেন। জানা গিয়েছে, ডেস্কটপ বিটা ভার্সানে এই ফিচার লঞ্চ হবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস সেকশনে একটি নতুন মেনু তৈরি করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর ফলে সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করতে পারবেন ইউজাররা। বর্তমানেও হোয়াটসঅ্যাপের মেসেজ এবং কনট্যাক্টের ক্ষেত্রে রিপোর্ট করার অপশন রয়েছে। অ্যাপের নিয়মনীতি না মানলে রিপোর্ট করার ফিচার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও আসতে চলেছে এই ফিচার।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ স্টেটাসেও করা যাবে রিপোর্ট! আসছে নতুন ফিচার