HP Envy x360 14: কাজের সূত্রে আমাদের সকলেরই আজকাল ল্যাপটপ (Laptop) প্রয়োজন হয়। তাই ল্যাপটপের ডিজাইন স্লিক (Sleek) এবং ডিভাইস ওজনে হাল্কা (Light Weight) হলে সুবিধা বেশি। সহজে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। সেই কারণেই ইউজারদের কথা মাথায় রেখে এইচপি (HP Laptops) সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের ল্যাপটপ Envy x360 14। এই ল্যাপটপ ওজনে বেশ হাল্কা, মাত্র ১.৪ কেজি। এইচপির এই Envy x360 14 ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির একটি OLED touch ডিসপ্লে। গেম খেলা হোক, কিংবা কিছু দেখা, অথবা লেখালিখির কাজ কিংবা অন্যান্য কাজ- সবক্ষেত্রেই এই ল্যাপটপ কাজ অনুসারে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এইচপি Envy x360 14 ল্যাপটপে রয়েছে Intel Core Ultra প্রসেসর। উন্নত ও আধুনিক ধরনের কাজ করা যাবে এই ল্যাপটপে। Adobe Photoshop ব্যবহার করে এই ল্যাপটপের মাধ্যমে ইউজাররা সৃজনশীল কাজ করতে পারবেন।
এইচপি-র এই ল্যাপটপে যুক্ত রয়েছে একটি Neural Processing Unit (NPU), যার সাহায্যে ল্যাপটপের ব্যাটারি লাইফ প্রায় ৬৫ শতাংশ উন্নত হবে। এই ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল একটি Microsoft CoPilot বাটন। এই প্রথম এইচপি সংস্থার কোনও ল্যাপটপে এই ফিচার রয়েছে কিবোর্ডের মধ্যে। এই Microsoft CoPilot বাটনের সাহায্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার যেমন অ্যাসিস্টেড সার্চ এবং কনটেন্ট জেনারেশন- এইসব এআই ফিচার চালু করা যাবে। এছাড়াও এইচপি Envy x360 14 ল্যাপটপে রয়েছে IMAX স্বীকৃত ডিসপ্লে। তার ফলে ল্যাপটপে স্ক্রিনে কিছু দেখার সময় ইউজাররা IMAX কোয়ালিটির ভিস্যুয়াল এবং অডিও এক্সপিরিয়েন্স পাবেন। প্রিমিয়াম ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রেও দুর্দান্ত অভিজ্ঞতা হবে ইউজারদের।
এইচপি সংস্থার এই নতুন ল্যাপটপের দাম কত
ভারতে লঞ্চ হওয়া HP Envy x360 14 ল্যাপটপের দাম ৯৯,৯৯৯ টাকা। Atmospheric Blue এবং Meteor Silver- এই দুই রঙে লঞ্চ হয়েছে এইচপি- র নতুন ল্যাপটপ। এইচপি সংস্থার অনলাইন স্টোর, এইচপি ওয়ার্ল্ড স্টোর থেকে এই ল্যাপটপে কেনা যাবে। এইচপি- র তরফে জানানো হয়েছে যেসব ক্রেতা Envy x360 14 ল্যাপটপ কিনবেন, তাঁরা সংস্থার একটি স্লিং পাবেন সঙ্গে পাবেন একদম বিনামূল্যে। এর জন্য আলাদা করে কোনও খরচ করতে হবে না। বিভিন্ন ই-কমার্স সংস্থা থেকেও এই ল্যাপটপ আগামী দিনে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও অনলাইন এবং অফলাইনে বিভিন্ন রিটেল পার্টনারদের থেকেও কেনা যাবে এইচপি- র নতুন ল্যাপটপ।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল মোটোরোলা এজ ৫০ প্রো, দাম কত? কেনার আগে দেখে নিন ফিচার