Portable PC:  ল্যাপটপ তো যে কোনও জায়গায় সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু এবার আপনার পার্সোনাল কম্পিউটারও হাতে নিয়েই ঘুরতে পারবেন ! HP নিয়ে এল নতুন মডেল। ভারতের বাজারে লঞ্চ হল HP-র Envy Move। ২৩.৮ ইঞ্চির পোর্টেবল এই ডেস্কটপ বা পোর্টেবল পিসি এবার চাইলে আপনি ব্রিফকেসের মতই বহন করতে পারবেন। ল্যাপটপের বদলে এবার ঘরে নিয়ে আসুন এই অত্যাধুনিক পোর্টেবল অল-ইন-ওয়ান পিসি।


HP All-in-One Portable Envy Move


HP-র এনভি মুভ মডেলে (HP Envy Move) রয়েছে ইন্টিগ্রেটেড হ্যান্ডল, কিকস্ট্যান্ড ফিট যা কিনা নিজে থেকেই ডিপ্লয় হয়ে যায়। আরেকটি রিয়ার কিবোর্ড পকেটও থাকছে এই মডেলে। এইসবই পিসিকে আরও বেশি আরামদায়ক এবং সুবিধেজনক করে তুলেছে। মূলত পোস্ট কনজিউমার রি-সাইকেলড প্লাস্টিক থেকেই ৫৬ শতাংশ এই পোর্টেবল পার্সোনাল কম্পিউটারটি তৈরি করা হয়েছে।


দাম কত ?


এই অসাধারণ ফিচার্সের পিসির দাম ১,২৪,৯৯৯ টাকা।


কী কী ফিচার্স আছে ?


HP-র পোর্টেবল অল-ইন-ওয়ান পিসির (HP Envy Move) মধ্যে রয়েছে ইনটেলের Core i5-1335U processor, 13th Gen। এছাড়া এতে আছে Intel UHD গ্রাফিক্স এবং ২৩.৮ ইঞ্চির IMAX-enhanced Quad HD touch ডিসপ্লে যাতে অটো ব্রাইটনেস এবং অটো রিচার্জেবল ব্যাটারি রয়েছে। স্টোরেজের কথা বলতে গেলে, এই মডেলে থাকছে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি এসএসডি। পিসিতে আবার ক্যামেরাও রয়েছে। ৫ মেগাপিক্সেলের আইআর প্রাইভেসি ক্যামেরা রয়েছে এতে যেখানে আবার টেম্পোরাল নয়েস রিডাকশন, ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন, অ্যাডাপ্টিভ অডিয়ো সিস্টেম রয়েছে এতে যেখানে ব্যবহারকারীর অবস্থান এবং পিসির সঙ্গে দূরত্ব মাথায় রেখে এই পিসিতে স্বয়ংক্রিয়ভাবে অডিয়ো ভলিউম কমে যায় বা বেড়ে যায়।


অন্যান্য আরও কী ফিচার্স ?


পিসির (HP Envy Move) সিকিউরিটি ফিচার্সের মধ্যে থাকছে ম্যানুয়াল প্রাইভেসি শাটার, ওয়েবক্যাম, ওয়াক অ্যাওয়ে লক ফাংশন, আর এই সব ফিচার্স ব্যবহারকারী যখনই সিস্টেম থেকে দূরে চলে যাবেন, স্বয়ংক্রিয়ভাবেই তাঁর স্ক্রিন লাইট-অফ করে দেবে। ওশেন-বাউন্ড প্লাস্টিক রয়েছে স্পিকারের মুখে লাগানো, স্পিকারে রয়েছে ১০০ শতাংশ রিসাইকেলড পলিয়েস্টার, ৪৫ শতাংশ রিসাইকেলড মেটাল রয়েছে এই পিসিতে। এর ওজন কমবেশি ৪.১ কেজি। এর সঙ্গে আপনি পেয়ে যাবেন ৯০ ওয়াট স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টর।


আরও পড়ুন: Earbuds: ভারতে হাজির Honor Choice Earbuds X5, একবার চার্জ দিলে চলবে ৩৫ ঘণ্টা, দাম ২ হাজারের কম