Huawei Watch D: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই লঞ্চ হতে চলেছে হুয়াওয়ের (Huawei Watch D) নতুন ঘড়ি। তেমনই রিপোর্ট প্রকাশ করেছে Android Community।
Huawei Health app: রিপোর্ট সত্যি হলে আগামী ২৩ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে হুয়াওয়ের এই ঘড়ি। তবে ঘড়ির পাশপাশি হুয়াওয়ে হেলথ অ্যাপ আনতে চলেছে কোম্পানি। ঘড়িতে ব্লাড প্রেসার মনিটর ছাড়াও থাকছে বহু ফিচার। কোম্পানির অ্যাপের মাধ্যমে অতীতে গ্রাহকের রক্তচাপ কত ছিল তাও জানা যাবে এই হেলথ অ্যাপে। এর মাধ্যমে গ্রাহক নিজেই বুঝতে পারবেন তাঁর স্বাস্থ্যের অবস্থা।
শোনা যাচ্ছে, ঘড়ির ব্লাড প্রেসার মনিটরে সঠিক রক্তচাপের বিষয়ে জানতে পারবেন গ্রাহক। সাধারণ স্মার্টওয়াচে যা জানা যায় না। তবে Samsung Galaxy Watch 4-এ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে এই ফিচার।Android Community- ওয়েবসাইটের দাবি, যেভাবে স্মার্ট ওয়াচে রক্তচাপ মাপার সুবিধা পাওয়া যাচ্ছে, আগামীদিনে আর এর জন্য আলাদা যন্ত্র কিনতে হবে না রোগীকে।
Huawei Watch D Feature: টেক সাইটের রিপোর্ট বলছে, সঠিক রক্তচাপ জানাতে medical-grade electrocardiogram (ECG) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ঘড়িতে। যার সুফল পেতে পারেন ইউজার। এর মাধ্যমে গ্রাহকের হৃদযন্ত্রের গতিবিধি নজরে রাখবে ঘড়ি। মূলত , গ্রাহকের Atrial fibrillation (Afib)-এ নজর রাখবে এই স্মার্টওয়াচ। তবে শুধু স্মার্টঘড়ি নয়, গ্রাহকের সুবিধার্থে বেশকিছু ইউটিলিটি প্রোডাক্ট আনতে চলেছে কোম্পানি।
ভারতের মোবাইল বাজারের সাম্প্রতিক চিত্র বলছে, চিনা একাধিক কোম্পানি সফল হলেও দেশে এখনও সেভাবে সফল হয়নি হুয়াওয়ের স্মার্টফোন। ফোন ছাড়াও সাফল্য পায়নি এর অ্যাকসেসরিজ। তবে প্রোডাক্টের দিক থেকে চিনের নামজাদা কোম্পানির ডিভাইসকেও হারানোর ক্ষমতা ধরে এই কোম্পানি। এবার স্মার্টঘড়ির বাজারে কোম্পানি কী চমক দেয় সেই আশায় তাকিয়ে টেকপ্রেমীরা। সূত্রের খবর, ফিচারের দিক থেকে স্যামসাং ছাড়াও অ্যাপলের ঘড়িকে টক্কর দিতে পারে হুয়াওয়ের আগামী স্মার্টওয়াচ।