Smartphones Under Rs 25,000: নতুন বছরের দ্বিতীয় মাস শুরু হয়ে গিয়েছে। অনেকেই হয়তো নতুন স্মার্টফোন (Smartphones) কেনার পরিকল্পনা করছেন। যদি আপনার বাজেট একটু বেশি হয়, তাহলে ২৫ হাজার টাকার (Smartphones Under Rs 25,000) মধ্যে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে আপনি কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন, চলুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
পোকো এক্স৬ ৫জি
এই স্মার্টফোন অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে ২৫ হাজার টাকার কমে কেনা যাবে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেওয়া যাবে। পোকো এক্স৬ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সলের আরও দু'টি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে।
আইকিউওও নিও ৭ ৫জি
ফেব্রুয়ারি মাসে এই ফোনও ২৫ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন আপনি। আইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। আইকিউওও নিও ৭ ৫জি ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি
এই ফোনের দামও চলতি মাসে ২৫ হাজারের মধ্যেই থাকবে। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Fluid AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (১১২ ডিগ্রি ফিল্ড ভিউ) এবং ২ মেগাপিক্সেলের সেনসর (৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স যুক্ত)। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর।
মোটোরোলা এজ ৪০ নিও ৫জি
২৫ হাজার টাকার মধ্যে মোটোরোলা সংস্থার এই ফোনও কিনতে পারবেন। মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে আবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর। আর রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- স্মার্টওয়াচে SOS Call Button ! ভারতে প্রথমবার লঞ্চ হতে পারে এমন ডিভাইস, সৌজন্যে Honor