Infinix 5G Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন (Infinix Hot 50 5G Phone)। আগামী ৫ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, এটি একটি সস্তার ৫জি ফোন (Budget 5G Phone) হতে চলেছে। দাম থাকবে ১০ হাজার টাকার আশপাশে। সম্ভবত ১০ হাজার টাকার কমই হতে চলেছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের দাম। যদিও নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। তবে এর পাশাপাশি আর একটি তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ইনফিনিক্সের এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের সঙ্গে এই ফোনের ৪জি মডেল, ইনফিনিক্স হট ৫০ প্রো, ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস এবং ইনফিনিক্স হট ৫০আই ফোন লঞ্চেরও কথা রয়েছে ভারতে। ইনফিনিক্স হট ৪০ সিরিজের সাকসেসর হিসেবে ইনফিনিক্স হট ৫০ সিরিজের এই ফোনগুলি লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন স্লিমেস্ট ৫জি ফোন হতে চলেছে ওই সেগমেন্টের।
আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচারও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু হবে। শোনা গিয়েছে, কালো এবং নীল রঙে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এছাড়া সবুজ রঙেও লঞ্চ হতে পারে এই ফোন। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। লম্বালম্বি ভাবে সাজানো থাকবে এই ক্যামেরা ইউনিট। তার মধ্যে তিনটি চৌকো আকৃতিক ছোট ছোট বক্স থাকবে। এই বক্সের সাইডের অংশে থাকবে কার্ভড এজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে থাকবে বলেই অনুমান করা হচ্ছে। আর ডিসপ্লের উপরের দিকের বর্ডারের মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
বিশেষ 'ওয়েট টাচ' ফিচার থাকতে চলেছে এই ফোনের ডিসপ্লেতে। অর্থাৎ ভেজা হাতেও ব্যবহার করা যাবে এই মডেল। বিশেষ করে বৃষ্টির দিন রাস্তাঘাটে ফোন ব্যবহার করতে সুবিধা হবে। ফোনের স্ক্রিনে সামান্য বৃষ্টির জল পড়ে গেলে অসুবিধা হবে না। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ইনফিনিক্সের আসন্ন ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ৪ জিবি ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস, একবার পুরো চার্জ দিলে চলবে প্রায় ৫০ ঘণ্টা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।