Infinix Laptop: ইনফিনিক্স (Infinix) সংস্থার নতুন ল্যাপটপ (Laptop) লঞ্চ হয়েছে ভারতে। সম্প্রতি ৪৩ ইঞ্চির স্মার্ট টিভির সঙ্গে ইনফিনিক্স সংস্থা ভারতে লঞ্চ করেছে ইনবুক এক্স২ প্লাস (Infinix Inbook X2 Plus) মডেল। হাল্কা ওজনের এই ল্যাপটপ ইউজারদের পছন্দ হবে বলেই মনে করছে ইনফিনিক্স কর্তৃপক্ষ। 11th Gen Intel Core প্রসেসর রয়েছে ইনফিনিক্সের এই ল্যাপটপে। এছাড়াও রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এই ডিসপ্লেতে রয়েছে 300 nits ব্রাইটনেসের সাপোর্ট।
Infinix InBook X2 Plus- এই ল্যাপটপের দাম এবং উপলব্ধতা
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে Infinix InBook X2 Plus ল্যাপটপের দাম ধার্য হয়েছে ৩২,৯৯০ টাকা। তবে এই ল্যাপটপের হাই কনফিগারেশন মডেলে রয়েছে 11th Gen Intel Core i7 প্রসেসর এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলের দাম ৫২,৯৯০ টাকা। জানা গিয়েছে, ইনফিনিক্সের এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে ক্রেতারা 11th Gen Intel Core i3, Core i5 এবং Core i7 প্রসেসরের অপশন পাবেন। সেই সঙ্গে থাকবে ৮ জিবি ও ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের অপশন। নীল, ধূসর এবং লাল রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স কোম্পানির এই নতুন ল্যাপটপ। আহামী ১৮ অক্টোবর থেকে এই ল্যাপটপের বিক্রি ভারতে শুরু হবে বলে জানা গিয়েছে।
Infinix InBook X2 Plus- এই ল্যাপটপের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে
- ইনফিনিক্সের এই ল্যাপটপে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে 11th Gen Intel Core i7 প্রসেসর। এই ল্যাপটপ পরিচালিত হবে Windows 11 Home out-of-the-box এর সাহায্যে। ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে এই ল্যাপটপে।
- Infinix InBook X2 Plus ল্যাপটপে রয়েছে narrow bezels। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে একটি ফুল এইচডি ওয়েবক্যাম। তার সঙ্গে আবার যুক্ত রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। এর পাশাপাশি আবার ডুয়াল মাইক্রো ফোন রয়েছে। এছাড়াও একটি ১.৫ ওয়াটের ডুয়াল স্পিকার রয়েছে ইনফিনিক্স ইনবুক এক্স২ প্লাস ল্যাপটপে।
- এই ল্যাপটপে রয়েছে একটি অ্যালুমিনিয়াম অ্যালয় বেসড মেটালিক বডি। এর ওজন প্রায় ১.৫৮ কেজি এবং এই ল্যাপটপ ১.৪৯ মিলিমিটার স্লিম। ইনফিনিক্সের এই নতুন ল্যাপটপে রয়েছে একটি backlit Xstrike keyboard।
- ইনফিনিক্স ইনবুক এক্স২ প্লাস ল্যাপটপে রয়েছে একটি 50Wh ব্যাটারি। ১০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই শক্তিশালী ব্যাটারি, তেমনই জানিয়েছে ইনফিনিক্স সংস্থা। এই ল্যাপটপে ৬৫ ওয়াটের টাইপ- সি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্টের সাপোর্টও রয়েছে। এছাড়াও রয়েছে ওয়াই ফাই ৫ এবং ব্লুটুথ ভি ৫.১ এবং ওয়্যারলেস কানেক্টিভিটি।