Infinix Smartphone: ভারতে ইনফিনিক্সের নতুন ৪জি ফোন (Infinix 4G Phone) লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে ২৬ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি (Infinix Note 12 Pro 4G) ফোন। ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই ফোন কেনা যাবে। আসন্ন ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেমন জানা গিয়েছে এই ফোন থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানায়নি ইনফিনিক্স সংস্থা। তবে অনুমান, ৪জি এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই হবে। শোনা গিয়েছে, এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী বায়টারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার  থাকতে পারে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১২ এবং XOS 10.6 skin out of the box সাপোর্ট থাকতে পারে। এছাড়াও DTS প্রযুক্তি সম্পন্ন দুটো স্পিকার থাকতে পারে এই ফোনে। এই ফোনে গেম খেলার অভিজ্ঞতা ইউজারদের যাতে ভাল হয় সেইজন্য রয়েছে একাধিক উন্নত ও আধুনিক ফিচার।


ইনফিনিক্স নোট ১২ সিরিজের (Infinix Note 12 Series) দু’টি নতুন মডেল লঞ্চ হয়েছে ভারতে। চলতি বছর মে মাসে ইনফিনিক্স নোট ১২ (Infinix Note 12) এবং ইনফিনিক্স নোট ১২ টার্বো (Infinix Note 12 Turbo) ফোন লঞ্চ হয়েছিল দেশে। এবার লঞ্চ হল ইনফিনিক্স নোট ১২ ৫জি (Infinix Note 12 5G)এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি (Infinix Note 12 Pro 5G) ফোন। এর মধ্যে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের দাম ১৭,৯৯৯ টাকা।


ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন


এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। র‍্যামের পরিমাণ ১৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পুরো ফোনে চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টা ৩০ মিনিট।


ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন


৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।


আরও পড়ুন- ৮ সেপ্টেম্বরের মেগা ইভেন্ট, চিনের মতো ভারতেও একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করবে মোটোরোলা