Infinix Smartphones: ভারতে বিক্রি শুরু হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো (Infinix Note 40 Pro) ফোনের। ইনফিনিক্স সংস্থার মাঝামাঝি রেঞ্জের ফোন এটি। এই ফোনের ক্ষেত্রে প্রি-বুকিং (Pre Booking) করার সুযোগও পেয়েছিলেন ক্রেতারা। যাঁরা ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনের জন্য প্রি-বুকিং করে রেখেছিলেন তাঁরা এই ফোন কেনার সময় একটি Magkit পাবেন একদম বিনামূল্যে অর্থাৎ ফ্রি-তে। এই Magkit- এর মধ্যে থাকবে বেশ কয়েকটি জিনিস। আসলে এটি একটি ওয়্যারলেস চার্জিং কিট। ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ ৫জি প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের দাম কত, কী কী রঙে এবং কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়ছে
ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্সের এই ৫জি ফোন কেনা যাবে। ভিন্টেজ গ্রিন এবং টাইটান গোল্ড- এই দুই রঙে কেনা যাবে ফোন। প্রি-অর্ডার বেনিফিট হিসেবে ৫০০০ টাকা সুবিধা পাবেন ক্রেতারা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা।
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 - এর সাহায্যে।
- ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি কার্ভড থ্রিডি AMOLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।
- এই ফোনে রয়েছে ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে।
- এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরও রয়েছে। এর সঙ্গে আবার যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং থ্রিএক্স জুমের সাপোর্ট। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।