Vivo T3 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩ ৫জি (Vivo T3 5G) ফোন। ভিভো সংস্থার 'টি' সিরিজের এই ৫জি ফোনে আগের মডেলের তুলনায় অনেকটাই উন্নত ক্যামেরা ফিচার (Camera Features) রয়েছে। ভিভোর এই ফোনের ক্যামেরায় রয়েছে একটি সোনি সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি flicker সেনসর। ভিভো সংস্থা জানিয়েছে, এই সেনসসরের সাহায্যে পরিষ্কার ছবি তোলা যাবে আলো এবং অন্ধকারে।
ভারতে ভিভো টি৩ ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে
এই ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত তার দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ভিভো টি৩ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। ক্রেতারা এইচডিএফসি এবং এসবিআই- এর কার্ড ব্যবহার করলে ২০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে এই ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। এছাড়াও থাকছে ২০০০ টাকা এক্সচেঞ্জ অফার। পুরনো ফোনের পরিবর্তে ভিভো টি৩ ৫জি ফোন কিনলে এই পরিমাণ ছাড় পাবেন। তিন মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও থাকছে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই এই ফোন কেনা যাবে।
ভিভোর এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক
- এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেখানে একটি Sony IMX882 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা সেনসর। রাতে কম আলোয় ভিভো টি৩ ৫জি ফোনের ক্যামেরায় স্পষ্ট, পরিষ্কার ছবি উঠবে বলে দাবি করেছে সংস্থা। এছাড়াও 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এর পাশাপাশি রয়েছে প্রফেশনাল পোর্ট্রেট ক্যামেরা মোড, একটি সুপারমুন মোড। এখানে আবার যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যার সাহায্যে চাঁদের ছবি স্পষ্ট ভাবে তোলা সম্ভব।
- ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে ভিভো টি৩ ৫জি ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এর সঙ্গে রয়েছে ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ বৃদ্ধি করার ফিচার। অন্যদিকে মাইক্রো এসডি কার্ডের সাহায্য স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
- ভিভো টি৩ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হবে Android 14-based Funtouch OS 14 - এর সাহায্যে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে।