Infinix Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8) ফোন। এটি একটি বাজেট সেগমেন্টের (Budget Smartphone) মডেল। দাম ১০ হাজার টাকারও কম। ইনফিনিক্সের (Infinix Smartphones) এই ফোনে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের দাম কত? কোথা থেকে কেনা যাবে? কী কী অফার রয়েছে?
টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড, গ্যালাক্সি হোয়াইট এবং রেনবো ব্লু- এই চার রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। এই ফোনের দাম ৭৪৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিক্রি। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার কার্ডের মাধ্যমে ফোন কিনলে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক
- এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন এবং XOS 13- এর সাপোর্টে।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৬ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। এছাড়াও রয়েছে ৩ জিবি ভার্চুয়াল র্যাম। এছাড়াও এই ফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে আবার রয়েছে Quad LED Ring ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ভারতে ওপ্পো রেনো ১১ ৫জি সিরিজও লঞ্চ হয়েছে একইদিনে। এই স্মার্টফোনে সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১১ ৫জি এবং ওপ্পো রেনো ১১ প্রো ৫জি- এই দুই ফোন।
আরও পড়ুন- ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে অ্যামাজনের সাইটে আচমকাই ফাঁস ওয়ানপ্লাস ১২- র দাম !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।