Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস (Infinix Smart 8 Plus) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসের শুরুতেই, ১ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে ইনফিনিক্সের (Infinix Smartphone) এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। এই ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে যুক্ত থাকবে ৪ জিবি র্যাম। ইনফিনিক্সের এই ফোনে ম্যাজিক রিং ফিচার থাকতে চলেছে যেখানে নোটিফিকেশন-সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পাওয়া যাবে। ফ্লিপকার্টে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনের জন্য একটি ওয়েবপেজ ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে ভারতে এই ফোনের দাম শুরু হবে ৭০০০ টাকার কম থেকে। এই ফোনের ৪ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট
ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। একবার পুরো চার্জ দিলে এই ফোনের ব্যাটারি প্রায় ৪৭ ঘণ্টা পর্যন্ত টকটাইম, ৯০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে।
ইনফিনিক্সের আসন্ন ফোনের ম্যাজিক রিং ফিচারের সাপোর্ট
ওষুধের ক্যাপস্যুলের আকারের দেখতে এই অ্যানিমেশন থাকবে ফোনের ডিসপ্লের উপরের ফ্রন্ট ক্যামেরার কাট আউটের চারপাশের অংশে। অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করবে এটি। ইউজাররা দেখতে পারবেন অ্যালার্ট, নোটিফিকেশন এইসব গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে (নির্দিষ্ট কিছু দেশে) এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। এবার লঞ্চ হতে চলেছে ভারতে।
আইটেল পি৫৫টি ফোন লঞ্চ হয়েছে ভারতে
ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮১৯৯ টাকা। Astral Black এবং Astral Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?