Infinix Smartphones: ভারতে গত সপ্তাহে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস (Infinix SMart 8 Plus) স্মার্টফোন। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের (6000 mAh Battery) শক্তিশালী ব্যাটারি। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) ইউনিট। এর পাশাপাশি ইনফিনিক্সের এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি জি৩৬ প্রসেসর রয়েছে। জানা গিয়েছে, ইনফিনিক্স স্মার্ট ৮ সিরিজের (Infinix Smart 8 Series) নতুন এই মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে রয়েছে। এবার ভারতে বিক্রি শুরু হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনের। চলুন দেখে নেওয়া যাক কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য এবং কোথা থেকে এই ফোন কেনা যাবে। 


ভারতে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনের দাম, অফার, কী কী রঙে লঞ্চ হয়েছে এবং কোথা থেকে কেনা যাবে


ইনফিনিক্সের এই ফোনের দাম লঞ্চের সময় ছিল ৭৭৯৯ টাকা। ফ্লিপকার্টে এই দাম ধার্য ছিল। তবে এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোন কিনলে ক্রেতারা এই মডেলে দামে ৮০০ টাকা ছাড় পাবেন। আর এই ব্যাঙ্ক অফার যুক্ত হলে ফোনের দাম কমে হবে ৬৯৯৯ টাকা। শাইনি গোল্ড, গ্যালাক্সি হোয়াইট এবং টিম্বার ব্ল্যাক- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোন। 


ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • পলিকার্বোনেট উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই ফোন। ডিজাইনের নিরিখে সামঞ্জস্য রয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ এবং ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি- এই দুই ফোনের সঙ্গে।

  • ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তার উপরে হোল পাঞ্চ কাট আউট রয়েছে। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। 

  • এই ফোনের এলসিডি প্যানেলে রয়েছে ম্যাজিক রিং ফিচারের সাপোর্ট যা আইফোন ১৫ প্রো মডেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। ফোন চার্জে দেওয়া থাকলে এই ফিচারের সাহায্যে ফোনের চার্জিং স্টেটাস দেখা যাবে

  • ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন লেন্স রয়েছে। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত একটি auxiliary সেনসর এবং কোয়াড এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটের সাহায্যে 30fps- এ 1080p ভিদিও শ্যুট করা সম্ভব। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের অক্টা-কোর চিপসেটের সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইটারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ আরও ৪ জিবি এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ গো আউট অফ দ্য বক্স অপারেটিং সফটওয়্যার এবং এবং XOS 13- এর সাহায্যে। 

  • ইউজারের নিরাপত্তার জন্য বায়োমেট্রিক অথেনটিফিকেশন ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের (ফোনের সাইডের অংশে রয়েছে) পাশাপাশি রয়েছে ফেসিয়াল আনলক ফিচারও। 

  • এই ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। এছাড়াও রয়েছে DTS audio support যুক্ত স্পিকার। 


আরও পড়ুন- ভারতে পোকো এক্স৬ নিও ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?