OnePlus Watch 2: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা স্মার্টফোন এবং ইয়ারবাডসে ও ইয়ারফোনের পাশাপাশি আরও এক ধাপ এগোতে চলেছে স্মার্টওয়াচের বিভাগেও, ওয়ানপ্লাস ওয়াচ ২ (OnePlus Watch 2) লঞ্চ হতে চলেছে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টে (Mobile WOrld Congress 2024)। স্পেনের বার্সেলোনাতে এই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। আগের মডেলের তুলনায় নতুন স্মার্টওয়াচে উন্নত Wear OS থাকবে বলা জানা গিয়েছে। ওয়ানপ্লাস ওয়াচ মডেলে সাধারণ অপারেটিং সিস্টেম ছিল। তবে সাকসেসর মডেল ওয়ানপ্লাস ওয়াচ ২- এর ক্ষেত্রে আধুনিক Wear OS থাকবে বলে শোনা গিয়েছে। এই Wear OS- এ থাকবে নতুন ও আধুনিক ফিচার। সম্ভবত ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্ট। সেখানেই লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ওয়াচ ২। ওয়ানপ্লাসের দ্বিতীয় স্মার্টওয়াচ গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে বলে অনুমান করা হয়েছে। 


ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে ওয়্যার অপারেটিং সিস্টেম ৩ কিংবা ওয়্যার অপারেটিং সিস্টেম ৪- এর সাপোর্ট থাকতে পারে। তবে কোন ওয়্যার অপারেটিং সিস্টেম থাকবে তা স্পষ্ট নয়। এই ফোনে ১.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে। এছাড়াও এই স্মার্টফোনে থাকতে পারে Qualcomm Snapdragon W5 Gen 1 চিপসেট। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে ওয়ানপ্লাস ওয়াচ ২- এর নাম দেখা গিয়েছে। তার থেকেই অনুমান যে ওয়ানপ্লাসের দ্বিতীয় স্মার্টওয়াচও ভারতে লঞ্চ হবে। ভারতে ওয়ানপ্লাস ওয়াচ লঞ্চ হয়েছিল ২০২১ সালের এপ্রিল মাসে। এই স্মার্টওয়াচের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এই মডেলে ছিল ১.৩৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে। তার উপরে ছিল 2.5D কার্ভড গ্লাস। এই ওয়ারেবল ডিভাইস ছিল 5ATM ওয়াটার রেজিসট্যান্ট মডেল। ওয়ানপ্লাস ওয়াচ IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যাড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। 


অন্যদিকে ২৩ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোন। এর সঙ্গেই লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস ৩- এই ইয়ারবাডসটি। ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ২৩ জানুয়ারি 'Smooth Beyond Belief' এই ইভেন্টে লঞ্চ হবে ওয়ানপ্লাসের নতুন ফোন। 


আরও পড়ুন- নোকিয়া ব্র্যান্ডের আড়ালে থাকা HMD লঞ্চ করতে চলেছে তাদের প্রথম স্মার্টফোন, আসবে ভারতেও