Infinix Zero 20: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৪৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির নতুন ফোন, দাম সাধ্যের মধ্যেই

Infinix Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো ২০ ফোন। এই ফোন একটি ৪জি মডেল।

Continues below advertisement

Infinix Zero 20: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো ২০ (Infinix Zero 20) ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ইনফিনিক্স জিরো ২০ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। ২৯ ডিসেম্বর থেকে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। Space Gray, Glitter Gold, Green Fantasy- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো ২০ ফোন। Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। 

Continues below advertisement

ইনফিনিক্স জিরো ২০ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের স্লট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং XOS 12 out-of-the-box সাপোর্ট। 
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এর সঙ্গে রয়েছে একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ। সেলফির জন্য ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৬০ মেগাপিক্সেলের সেনসর। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। 
  • এই ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Tecno Smartphone: টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনও এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে টেকনো সংস্থার এই ফোনের প্রি-বুকিং শুরু হবে আগামী বছরের শুরু থেকে। ২ জানুয়ারি থেকে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের প্রি-বুকিং করা যাবে অ্যামাজন থেকে। অর্থাৎ এই ই-কমার্স সংস্থা থেকেই টেকনো কোম্পানির নতুন ফোন কেনা যাবে। ৯ জানুয়ারি থেকে শুরু হবে ফোনের বিক্রি। জানা গিয়েছে, এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। চিনের সংস্থা টেকনোর নতুন ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোন মুনলাইট সিলভার এবং স্টারডাস্ট গ্রে- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভারতে। 

আরও পড়ুন- ট্যুইটারের নতুন সিইও খুঁজছেন ইলন মাস্ক? তাহলে কি সরছেন তিনি... জল্পনা তুঙ্গে

Continues below advertisement
Sponsored Links by Taboola