Infinix Phone: ইনফিনিক্সের নতুন ৫জি ফোন (Infinix 5G Phone) লঞ্চ হতে চলেছে। ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোন (Infinix Zero 30 5G) ভারতে লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এরই সাকসেসর হিসেবে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন (Infinix Zero 40 5G) লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে একটি ৪জি মডেলও লঞ্চ হবে বলে অনুমান। সম্প্রতি ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের লাইভ ইমেজ অর্থাৎ ছবি অনলাইনে প্রকাশ্যে এসেছে। এই ফোনের সম্ভাব্য লঞ্চের তারিখ এবং বেশ কিছু সম্ভাব্য ফিচারও প্রকাশ্যে এসেছে ওই ছবির মাধ্যমে। 


কবে লঞ্চ হতে পারে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন, কেমন হতে পারে ডিজাইন, কোন কোন রঙে লঞ্চ হতে পারে এই ফোন (সম্ভাব্য তথ্য) 


শোনা যাচ্ছে, ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন আগামী ২৯ অগস্ট লঞ্চ হতে পারে। তবে ইনফিনিক্স সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। মাঝামাঝি দামের রেঞ্জে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনও সেই মাঝামাঝি দামেই লঞ্চ হয়েছিল। এই ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ছিল ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকা। 


ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন লঞ্চ হতে পারে তিনটি রঙে। সেগুলি হল মুভিং টাইটেনিয়াম, রক ব্ল্যাক এবং ভায়োলেট গার্ডেন- এই তিনটি রং। ফোনের ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স জিরো ৪০ ৪জি ফোন লঞ্চ হতে পারে ব্লসম গ্লো, মিস্টি অ্যাকোয়া এবং রক ব্ল্যাক শেড- এই তিনটি রঙে। 


ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের লাইভ ইমেজে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে সামান্য উঁচু, বড় আকারের গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে। ক্যামেরা আইল্যান্ডের বাইরে এই এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকে উপরের কোণে থাকতে পারে ক্যামেরা আইল্যান্ড। বেগুনি রঙের শেডে এই ফোন লঞ্চ হতে পারে। গাঢ় বেগুনি রঙের অংশে থাকতে পারে একটি স্ট্রাইপ। ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকে এই ডিজাইন লক্ষ্য করা যাবে। 


কার্ভড ডিসপ্লে থাকতে পারে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে উপরের বর্ডারের মাঝ বরাবর। সেখানে থাকবে ক্যামেরা সেনসর। ফোনের ডানদিকের অংশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 


ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন সেই তালিকা 



  • ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। 

  • মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আলটিমেট ৫জি চিপসেট থাকতে পারে এই ফোনে। 

  • মোট ২৪ জিবি ডায়নামিক র‍্যাম থাকতে পারে এই ফোনে যার মধ্যে ১২ জিবি র‍্যাম ভার্চুয়াল। 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন। 

  • এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার যেখানে ১২০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে। 

  • ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। সমস্ত ক্যামেরা সেনসরের সাহায্যেই 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে বলে শোনা যাচ্ছে। 


আরও পড়ুন- পোকো প্যাড ৫জি লঞ্চ হল ভারতে, কেনার সময় পড়ুয়ারা পাবেন বিশেষ ছাড় 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।