Infinix Zero 5G Series: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো সিরিজের (Infinix Zero 5G Series) দু'টি ফোন ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ (Infinix Zero 5G 2023) এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো (Infinix Zero 5G 2023 Turbo)। এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নেওয়া যাক। এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে বেশ কিছু মিল রয়েছে। দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও দুই ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার একই। তবে ইনফিনিক্স জিরো সিরিজে এই দুই ফোনে রয়েছে আলাদা প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে, দুটো ফোনই পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে। 


ডিসপ্লে- ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো- দুই ফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 12- এর সাহায্যে। ডিসপ্লের উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


প্রসেসর- ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর। অন্যদিকে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। দুই ফোনেই রয়েছে ৮ জিবি ইন-বিল্ট র‍্যাম যা ভার্চুয়াল ভাবে আরও ৫ জিবি বাড়ানো সম্ভব ফোনের না ব্যবহৃত হওয়া স্টোরেজের সাহায্যে।  


ক্যামেরা- ইনফিনিক্স জিরো সিরিজের এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। তার সঙ্গে রয়েছে কোয়াড ফ্ল্যাশ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


ব্যাটারি ও চার্জিং- ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো- এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনে রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। আর টার্বো মডেলে রয়েছে ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ। 


OnePlus 11 5G: আগামী ৭ ফেব্রুয়ারি ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে (OnePlus Cloud 11 Event) লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোন। ভারতের বাজারে লঞ্চ হবে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন (Premium Flagship Smartphone)। শোনা যাচ্ছে, এই ফোনে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে। এর সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। Eternal Green এবং Titan Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন।


আরও পড়ুন- ভারতে কোন র‍্যাম-স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন? কী কী রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে