Infinix Smartphone: ভারতে ইনফিনিক্স সংস্থা নতুন ৫জি ফোন Infinix Zero Ultra 5G লঞ্চ করবে বলে শোনা গিয়েছে। সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আসন্ন Infinix Zero Ultra 5G ফোনের সম্ভাব্য বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেইসব ফিচার এবং স্পেসিফিকেশনগুলো একনজরে দেখে নিন।


Infinix Zero Ultra 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর। দুটো রঙে Infinix Zero Ultra 5G ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর।

  • Infinix Zero Ultra 5G ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ফোনের দাম হতে পারে মাঝামাঝি বা মিড বাজেট রেঞ্জে। তবে এই ফ্ল্যাগশিপ ফোনের আসল দাম এখনও জানা যায়নি।

  • সেপ্টেম্বর বা অক্টোবর মাসে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে পারে Infinix Zero Ultra 5G ফোন। ৬.৭ ইঞ্চির একটি AMOLED বা কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে।

  • Infinix Zero Ultra 5G ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে থাকতে পারে LED Flash Unit। এই রেয়ার ক্যামেরা প্যানেলে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে একটি পোর্ট্রেট টেলিফটো সেনসর এবং একটি ম্যাক্রো লেন্স।

  • Infinix Zero Ultra 5G ফোনে ৪৭০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি এবং ১৮০ ওয়াটের থান্ডার চার্জার টেকনোলজি থাকতে পারে। এই চার্জিং টেকনোলজির সাহায্যে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি মাত্র ৪ মিনিটে ৫০ শতাংশ চার্জ হতে পারে।


প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স জিরো ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ওই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। সেই ফোনে ছিল ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ওই ফোনে ছিল ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।


আরও পড়ূন- ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল রিয়েলমি ৯আই ৫জি