Infinix Zero Ultra 5G: ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি (Infinix Zero Ultra 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ৫জি ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের (200 MP) প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ১৮০ ওয়াটের (180W) থান্ডার চার্জ সাপোর্ট। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে। এমনই দাবি করেছে ইনফিনিক্স সংস্থা। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ইনফিনিক্ষ জির আলট্রা ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ২৫ ডিসেম্বর থেকে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। Flipkart Axis Bank কার্ডে ফোন কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। Coslight Silver এবং Genesis Noir- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশনও পাওয়া যাবে। সেক্ষেত্রে ইএমআই- এর কিস্তি শুরু হবে ২৫০০ টাকা থেকে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। 


ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • ৬.৮ ইঞ্চির full-HD+ curved 3D AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 12- এর সাপোর্ট। 

  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স। মেন সেনসরের সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 


Redmi Note 12 Series: রেডমি নোট ১২ প্রো ৫জি (Redmi Note 12 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জানুয়ারি। নতুন বছরের শুরুতেই ইউজারদের জন্য নয়া ফোন নিয়ে আসছে শাওমি (Xiaomi) সংস্থা। তাদের সাব-ব্র্যান্ড রেডমির এই ফোনে থাকছে অনেক চমক। এর সঙ্গেই লঞ্চ হবে রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনও। রেডমি নোট ১২ সিরিজের মধ্যেই লঞ্চ হবে এই দুই ফোন। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। তার সঙ্গে থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। শোনা গিয়েছে, মাত্র ১৫ মিনিট চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে এই ফোন। অর্থাৎ দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি দারুণ ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে চলেছে রেডমি নোট ১২ সিরিজের এই ৫জি ফোনে। 


আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৪৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির নতুন ফোন, দাম সাধ্যের মধ্যেই