New Instagram Feature: ইনস্টাগ্রাম (Instagram) ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। ইউজারদের সুবিধার জন্য একাধিক ফিচার ইনস্টাগ্রামে (Instagram Features) লঞ্চ করছে অ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে সংস্থা। একটি সিঙ্গল পোস্টে (Instagram Single Post) ২০টি পর্যন্ত ছবি শেয়ার করতে পারবেন ইউজাররা। আগে একটি পোস্টে একসঙ্গে ১০টি ছবি শেয়ার করতে পারতেন ইউজাররা। এখন তা বাড়িয়ে ২০ করা হচ্ছে।
ইনস্টাগ্রামের carousel পোস্ট
Carousel পোস্ট বলতে বোঝায় ইনস্টাগ্রামে একটা পোস্টে একসঙ্গে স্লাইড শো করে ছবি শেয়ার করার ফিচার। ইউজার রাইট সোয়াইপ করে স্লাইড শোয়ের মত পরপর ছবি দেখতে পাবেন। আগে ১০টা ছবি শেয়ার করা যেত। এবার থেকে ২০টা ছবি শেয়ার করা যাবে। ব্যাকগ্রাউন্ডে গান দিয়েও আপনি ছবি শেয়ার করতে পারবেন। এই ২০টি স্লাইডের মধ্যে শেয়ার করা যাবে ভিডিও-ও। ইনস্টাগ্রামে ২০১৭ সালে প্রথম লঞ্চ হয়েছিল এই carousel ফিচার।
ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকে জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্রাম স্টোরি। একাধিক নতুন ফিচার চালু হয়েছে সেখানেও। আর এবার ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার ক্ষেত্রেও ইউজারদের সুবিধার কথা ভাবছে ইনস্টাগ্রাম অ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
কমিউনিটি চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করতে চলেছে। কমিউনিটি গ্রুপ ইভেন্টের ক্ষেত্রে এবার থেকে ইউজাররা একটি নির্দিষ্ট টাইম আগে থেকে সেট করে দিতে পারবেন ইউজাররা। WAbetainfo- র মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড beta version 2.24.17.11- এ এই ফিচার চালু হয়েছে।
বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করা বন্ধ করতে চলেছে
আইফোনে আইওএস ১২ কিংবা তার থেকে বেশি ভার্সানের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভার্সান ৫.০ কিংবা তার থেকে বেশি ভার্সানের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে আগামী দিনে। তাই যেইসব ফোনে এই ভার্সান নেই সেখানে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ অ্যাপটি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।