Instagram New Features: মার্ক জুকারবার্গের মেটার অধীনস্থ ইনস্টাগ্রামে এবার আসছে আশ্চর্য এক ফিচার্স। কনটেন্ট ক্রিয়েটরদের (Instagram) জন্য দারুণ এক সুযোগ আসতে চলেছে ইনস্টাগ্রামে। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে তার নতুন এআই ভিডিয়ো এডিটিং টুলের প্রদর্শনী করা হয়েছে। আর এই ফিচার্স এলে ক্রিয়েটররা এবার থেকে খুব কম সময়ে ইনস্টাগ্রামের (Instagram Features) ভিডিয়োতে অনেক বদল আনতে পারবে। একটা মাত্র কী চাপলেই, একটা মাত্র কমাণ্ড দিলেই এক পলকের মধ্যে আপনার পোশাক পাল্টে যাবে ভিডিয়োতে এবং ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডও বদলে যাবে।
আগামী বছর থেকেই সমস্ত ব্যবহারকারীরা এই ফিচার্স পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মেটা। যদিও কয়েকজন এই নয়া ফিচার্স নিয়ে প্রশ্ন তুলেছে। আদপে এই ফিচার্সের অধীনে কী কী সুবিধে পাবেন ব্যবহারকারীরা ?
মুভি জেন এআই ভিত্তিক ফিচার্স আসছে
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ফিচার্সের কয়েক ঝলক দেখিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিয়োর মধ্যে নিজের পোশাক বদলে নিতে পারবেন এবং ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডও বদলে নিতে পারবেন। শুধু তাই নয়, তারা তাদের নিজেদের পছন্দমত গয়নাও পরতে পারবেন। শুধুমাত্র কাঙ্ক্ষিত বিষয়টি লিখে কমান্ড দিলেই এই এফেক্ট কাজ করতে শুরু করবে। এরপরে এই ফিচার্সের সাহায্যে নিজে থেকেই ভিডিয়ো এডিট করে দেবে ইনস্টাগ্রাম।
তবে এটাই প্রথম কোনো এডিটিং টুল নয়, অ্যাডোবের ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা ইতিমধ্যেই একইরকম প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে টেক্সট কমান্ড দিয়ে ভিডিয়ো এডিট করে নেওয়া যায়। তবে মেটা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলির থেকেও তাদের এই নয়া ফিচার্স অনেক গুণে ভাল, মেটার ফিচার্স অনেক উন্নতভাবে মোশন এবং আইডেন্টিটি পরিচালনা করে।
এই ফিচার্স নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবহারকারীরা
কিছু কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রামের এই নতুন ফিচার্স দেখে প্রশ্ন তুলছেন। অ্যাডাম মোসেরির ভিডিয়োর কমেন্টে কেউ কেউ লিখেছেন যে এই ফিচার্সের মাধ্যমে খুব সহজেই ভুয়ো এবং নকল পরিচয়ে ভিডিয়ো বানাতে পারবে। আবার অনেকে লিখেছেন যে কেমন লাগবে যদি কাউকে প্যারিসের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ? ব্লু স্ক্রিনের মত একটা ইলিউশন তৈরি করে এই ফিচার্স।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Google layoffs : গুগলে ম্যানেজার হলে চিন্তা বাড়ল ! ১০ শতাংশ ছাঁটাই করল কোম্পানি