একবছর আগেই ইনস্টাগ্রাম তাদের স্টোরির ক্ষেত্রে একটি নোট ফিচার্স চালু করেছিল যেখানে কোনও ছবি বা ভিডিয়ো স্টোরিতে পোস্ট করলে তার উপর টেক্সট, ইমোজি ইত্যাদি বসানো যেত খুব সহজেই। এবার ইনস্টা স্টোরিতে দেওয়া যাবে ২ সেকেন্ডের ভিডিয়ো। ইনস্টাগ্রাম তাদের নোট ফিচার্সটিকেই একটু উন্নত করে তুলেছে। ব্যবহারকারীরা এবার আরও বেশি পরিষেবা পেতে পারবেন। স্টোরিতে ভিডিও দিতে আর কোনও অসুবিধে থাকবে না। বিষয়টি আসলে কী? চলুন দেখে নেওয়া যাক।
স্টোরিতে ভিডিয়ো পোস্ট করা যেত আগে থেকেই এবার এল ভিডিয়ো নোটের সিস্টেম। এক্ষেত্রে কোনও ব্যবহারকারী চাইলে তার স্টোরি পোস্টের সঙ্গে জুড়ে দিতে পারেন এই ভিডিয়ো নোটটি। ইনস্টা অ্যাপের সামনের ক্যামেরার সাহায্যে ভিডিয়ো তুলে বা ফোনের স্টোরেজ থেকে নির্বাচন করে এক্ষেত্রে ভিডিয়ো নোট দেওয়া যেতে পারে। একবার পোস্ট করা হলে ভিডিয়ো নোটগুলি ২৪ ঘন্টা পর্যন্ত দেখা যাবে। ক্লোজ ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ডরা দেখতে পাবেন সেই ভিডিয়ো নোট।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার্স?
১) প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন, নিজের ইনবক্সে যান।
২) নোটস ট্রে থেকে আপনার পছন্দের ছবিগুলি ক্লিক করুন এবং তারপর ক্যামেরা বাটনে ক্লিক করুন।
৩) ফ্রন্ট ক্যামেরার সাহায্যে ভিডিয়ো তুলতে 'রেকর্ড ইয়োর ২ সেকেন্ড ভিডিয়ো' অপশনে ক্লিক করুন।
৪) ভিডিয়ো কনটেক্সটের জন্য টেক্সট যোগ করুন এবং সবশেষে পোস্ট করুন।
বর্তমানে ইনস্টাগ্রামে নোটের উত্তরও দিতে পারেন ব্যবহারকারীরা। শুধু টেক্সটে নয়, অডিও, ফটো, ভিডিয়ো, ইমোজি যে কোনওভাবে রিপ্লাই দেওয়া যায়। ফটো বা ইমোজি দিয়ে রিপ্লাই করলে তা প্রাপকের ইনবক্সে সরাসরি চলে যাবে। দিনে দিনে ইনস্টাগ্রামে রিলস বানানোর ঝোঁক অনেক বেড়ে গিয়েছে, তা লক্ষ করা গিয়েছে। ভিডিও পোস্টের সংখ্যাও অনেকাংশে বেড়েছে। এখন ভিডিয়ো নোটের এই নতুন ফিচার্স ব্যবহারকারীদের মধ্যে কতটা প্রভাব ফেলে, কতটা জনপ্রিয় হয় এই নতুন ফিচার্স তা দেখার অপেক্ষা।
বৃহস্পতিবার মেটা কর্তা মার্ক জুকেরবার্গ জানিয়েছেন আগামীদিনে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বেশ কিছু এআই আসতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে 'ইমু' (Emu)। ইমু ভিডিও এবং ইমু এডিটিং-এর নতুন ফিচার্স নিয়ে আসবে মেটা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ফলে এআই দিয়ে নিজের ছবি বা ভিডিয়ো সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুন: WhatsApp Updates: হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে ! আসছে নতুন ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।