iPhone News: অ্যাপল আইওএস ১৭ লঞ্চের কথা বলতেই শুরু হয়েছে এই চিন্তা। কোন কোন আইফোনে অ্যাপলের নতুন আপডেট থাকবে তা জনাতে কৌতূহল বাড়ছে গ্রাহকদের মনে। কোন ফোনে পাবেন iOS 17-এর আপডেট,  এখানে রইল সম্পূর্ণ তালিকা। 


Apple iPhone Update: সব আইফোনে চলবে না আইওএস ১৭
সম্প্রতি অ্যাপল WWDC 2023 সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেম Apple iOS 17-এর ঘোষণা করেছে কোম্পানি। এই অপারেটিং সিস্টেম ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছে, কোন আইফোন মডেলগুলো এই সিস্টেম সমর্থন করবে। এই সিস্টেমটি প্রতিটি আইফোনে চলবে না। ইতিমধ্যেই অ্যাপল আইফোন মডেলের তালিকা প্রকাশ করেছে, যেগুলিতে এই নতুন সিস্টেম কাজ করবে। এই ক্ষেত্রে আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন, তাহলে জেনে নিন আপনি iOS 17 আপডেটের সুবিধা পাবেন কি না। এই নতুন সিস্টেম কোন মডেল সাপোর্ট করবে। 


iOS 17 এই আইফোনগুলিতে কাজ করবে
iOS 17 সম্পর্কে  অ্যাপল জানিয়েছে ,এই বছরের শেষ নাগাদ আইফোন ব্যবহারকারীরা iOS 17-এর আপডেট ফিচার পাবেন। iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro Max, iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro ), iPhone 13 Pro Max, iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 11 (iPhone 11), iPhone 11 Pro (iPhone 11 Pro), iPhone 11 Pro Max (iPhone 11 Pro Max), iPhone XS (iPhone XS), iPhone XS Max (iPhone XS Max), iPhone XR (iPhone XR) এবং iPhone iOS 17 SE (iPhone SE) তে কাজ করবে।


এই iOS 17-এর অন্যান্য বিষয়ে জানুন
এটি লক্ষণীয় যে Apple iOS 17 আপডেটের মাধ্যমে নতুন অভিজ্ঞতা আনতে চলেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই স্টিকারের মাধ্যমে তাদের অনুভূতি শেয়ার করতে পারবেন। এর পাশাপাশি এই স্টিকারগুলি আপডেটের পরে একটি লাইভ আপডেট পাবে।  আপনি যদি এই আপডেটের মাধ্যমে কাউকে কল করেন বা মেসেজ পাঠান ,সেই ক্ষেত্রে তিনি সাড়া না দিলে আপনি তাকে মেসেজও পাঠাতে পারেন। এই বার্তাটি ব্যবহারকারী পরে দেখতে পাবেন। এর সঙ্গে আপনি ফেস টাইম কলের সময় হার্ট, বেলুন, আতশবাজি, লেজার বিম, বৃষ্টির মতো স্টিকার পাঠানোর সুবিধা পাবেন। এটি ব্যবহারকারীদের তাদের অনুভূতি আরও ভালভাবে প্রকাশ করতে দেয়।


আপনি কখন আপডেট পাবেন ?
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম 17 আপডেট এই সপ্তাহের শেষ নাগাদ বিটা ডেভেলপারদের দেওয়া হবে। আগামী মাস নাগাদ সাধারণ মানুষ এই সুবিধা পেতে শুরু করবে। iPhone 15 সিরিজের ব্যবহারকারীরা সেপ্টেম্বরের মধ্যে এই বৈশিষ্ট্যটি পাবেন।


আরও পড়ুন : Spam Calls: সাবধান ! দেশবাসীর উদ্দেশে সতর্কবার্তা, টেলিকমমন্ত্রী করলেন এই অনুরোধ