Apple iPad Pro 2024: আইপ্যাড প্রো (২০২৪) লঞ্চ হয়েছে ভারতে (iPad Pro 2024)। অ্যাপেলের নতুন এই ট্যাবে রয়েছে Tandem OLED স্ক্রিন। ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চির- দু'টি ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে অ্যাপেলের নতুন আইপ্যাড প্রো (২০২৪)। অ্যাপেলের এম৪ চিপের (Apple M4 Chip) পাশাপাশি এই ট্যাবে রয়েছে ২ টিবি পর্যন্ত স্টোরেজ এবং আইপ্যাড অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্সের সাপোর্ট (iPadOS Out Of The Box)। অ্যাপেলের Let Loose লঞ্চ ইভেন্টে এই নতুন আইপ্যাড প্রো লঞ্চ হয়েছে। এছাড়াও এই ইভেন্টে অ্যাপেল কর্তৃপক্ষ লঞ্চ করেছে অ্যাপেল পেনসিল প্রো (Apple Pencil Pro) এবং একটি নতুন ম্যাজিক কিবোর্ড (Magic Keyboard)।
ভারতে অ্যাপেল আইপ্যাড প্রো (২০২৪)- এর দাম কত, কোথা থেকে কেনা যাবে
ভারতে এই আইপ্যাডের দাম শুরু হচ্ছে ৯৯,৯০০ টাকা থেকে। আইপ্যাড প্রো (২০২৪) মডেলের ১১ ইঞ্চির স্ক্রিন ভ্যারিয়েন্ট যা ওয়াই-ফাই কানেক্টিভিটি যুক্ত তার দাম ৯৯,৯৯০ টাকা। আর ওয়াই-ফাই প্লাস সেলুলার ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা।
অন্যদিকে আইপ্যাড প্রো (২০২৪) মডেলের ১৩ ইঞ্চির স্ক্রিনের ওয়াই-ফাই কানেক্টিভিটি যুক্ত ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে ওয়াই-ফাই প্লাস সেলুলার ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,৪৯,৯০০ টাকা থেকে।
অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, আইপ্যাড প্রো (২০২৪) পাওয়া যাচ্ছে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি এবং ২ টিবি স্টোরেজ কনফিগারেশনে। ১১ ইঞ্চির ট্যাবে এই চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৯৯,৯০০ টাকা, ১,১৯,৯০০ টাকা, ১,৫৯,৯০০ টাকা এবং ১,৯৯,৯০০ টাকা। অন্যদিকে ১৩ ইঞ্চির স্ক্রিন যুক্ত আইপ্যাড প্রো (২০২৪)- এর এই চারটি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ১,২৯,৯০০ টাকা, ১,৪৯,৯০০ টাকা, ১,৮৯,৯০০ টাকা এবং ২,২৯,৯০০ টাকা।
অ্যাপেল পেনসিল প্রো- এর দাম ভারতে ১১,৯০০ টাকা। অন্যদিকে ১১ ইঞ্চির ম্যাজিক কিবোর্ডের দাম ২৯,৯০০ টাকা। আর ১৩ ইঞ্চির ম্যাজিক কিবোর্ডের দাম ৩৩,৯০০ টাকা।
এর আগে ভারতে লঞ্চ হয়েছিল অ্যাপেলের আইপ্যাড প্রো (২০২২) মডেল। সেই ট্যাবের সাকসেসর হিসেবে এবার ভারতে লঞ্চ হয়েছে আইপ্যাড প্রো (২০২৪) মডেল।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আরও পড়ুন- এআই ফিচার নিয়ে ভারতে হাজির গুগল পিক্সেল ৮এ ফোন, দাম কত? আর কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।