iPhone 13 Pro: আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro) কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ অ্যামাজনের (Amazon Sale) সেলে আইফোন ১৩ প্রো- এর দামে ৯০০০ টাকা ছাড় রয়েছে। সাধারণ ভাবে আইফোন ১৩ প্রো- এর দাম ১,১৯,৯০০ টাকা। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,১৯,৯০০ টাকা ধার্য করা হয়েছে। তবে অ্যামাজনে এই ফোনের দাম এক ধাক্কায় ব্যাপক হারে কমেছে। ৯০০০ টাকা দাম কমায় এখন আইফোন ১৩ প্রো মডেলের দাম অ্যামাজনে হয়েছে ১,১০,৯০০ টাকা। লঞ্চের পর থেকে আইফোন ১৩ প্রো- এর দাম এতটা কমেনি কখনও। আগামী দিনেও আইফোন ১৩ প্রো মডেলের দাম এক ধাক্কায় ৯০০০ টাকা কমবে কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। তাই যদি আইফোন ১৩ প্রো কেনার পরিকল্পনা থাকে তাহলে অ্যামাজনের এই ছাড় দেখতে পারেন। তবে টেক বিশেষজ্ঞদের অনেকের মতে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হলে আইফোন ১৩ সিরিজের ফোনের দাম কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আইফোন ১৩ প্রো মডেলের দাম কমতে পারে।


আইফোন ১৩ প্রো মডেলের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন


আইফোন ১৩ প্রো মডেলে রয়েছে একটি স্মুথ ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে ১২০ হার্টজের মধ্যে ঘোরাফেরা করে। আধুনিক ও উন্নত এ১৫ বায়োনিক চিপও রয়েছে অ্যাপেলের এই ফোনে। এর সঙ্গে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের ব্যাটারি এবং তার চার্জ ধরে রাখার ক্ষমতা যথেষ্ট উল্লেখযোগ্য। আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনে আইফোন ১৩ প্রো মডেলের থেকেও বড় সাইজের ব্যাটারি এবং ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই ফোনের ব্যাটারিও যথেষ্টই শক্তিশালী।


অন্যদিকে অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ সিরিজ হয়তো চলতি বছর সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে। ১৩ সেপ্টেম্বর আইফোন্র নতুন সিরিজ লঞ্চ হতে পারে। আইফোন ১৪ প্রো মডেলে আইফোন ১৩ প্রো ফোনের তুলনায় বড় ও শক্তিশালী ব্যাটারি, হাই রেসোলিউশনের মেন ক্যামেরা, দ্রুত গতির এ১৬ বায়োনিক চিপ এবং নচ ডিজাইন ছাড়া ডিসপ্লে থাকবে।


আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ! আর কী আছে স্যামসাঙের নতুন ফ্ল্যাগশিপ ফোনে ?