iPhone 14 Series: সম্ভবত চলতি বছর সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে অ্যাপেল আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। শোনা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজ লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এবার আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) মডেলের থ্রি ডি ছবি (3D Pictures) প্রকাশ্যে এসেছে। এক CAD ক্রিয়েটর এই ছবি প্রকাশ করেছেন। বলা হচ্ছে, এই CAD মডেলগুলো আসলে বাস্তবে আইফোন ১৪ সিরিজের উল্লিখিত দুই ফোন কেমন দেখতে হবে, ফোনের ডিজাইন-সাইজ সবই প্রকাশ করেছে। এর পাশাপাশি কয়েকদিন আগেই আবার শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজের ট্রায়াল প্রোডাকশন শুরু হয়েছে। অগস্ট মাস থেকে শুরু হবে মাস প্রোডাকশন।


Computer-aided design (CAD) ক্রিয়েটর Madmix আইফোন ১৪ সিরিজের এই দুই মডেলের থ্রি ডি মডেলের ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে এই CAD মডেলগুলো Real World সাইজের মতোই। Madmix- এর পাশাপাশি এইসব CAD মডেলগুলো CGTrader ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করা হচ্ছে। এইসব থ্রি ডি মডেলের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৯০০ টাকা।


এবার দেখে নেওয়া যাক আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলের দাম সম্পর্কে এতদিন কী কী জানা গিয়েছে


ফাঁস হওয়া বিভিন্ন রিপোর্টের তথ্য বলছে, আইফোন ১৪ প্রো -এর দাম ৯৯৯ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯,৪৯২.৮৩ টাকা থেকে শুরু করে ১০০৯ ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৮০,২৮৮.৫৫ টাকা হতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর দাম ১১৯৯ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫,৪০৭.৩১ টাকা হতে পারে। শোনা যাচ্ছে, অ্যাপেল কোম্পানি তার আইফোন ১৩ মিনি মডেলটিকে নতুন আইফোন ১৪ সিরিজে বন্ধ করে দেবে। সেই জায়গায় আনা হবে আইফোন ১৪ ম্যাক্স সংস্করণ। যদিও এর দাম পুরানো আইফোন ১৩ মিনির থেকে অন্তত ৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,০০০ টাকা) বেশি হতে পারে।


আরও পড়ুন- রাত পেরোলেই ভারতে আসছে ওপ্পো রেনো ৮ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে, দাম কত হতে পারে?