iPhone 15 Series: আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) কবে লঞ্চ হবে? এই প্রশ্ন গ্যাজেটপ্রেমীদের অনেকের মনেই ঘুরছে। অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সম্প্রতি আইফোন ১৫ সিরিজ লঞ্চ সম্পর্কে নতুন তথ্য পাওয়া গিয়েছে। সাধারণত প্রতিবছর সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন সিরিজ লঞ্চ করে অ্যাপেল কর্তৃপক্ষ। গত কয়েক বছরে তেমনটাই হয়েছে। সম্প্রতি 9to5Mac-এর রিপোর্টে শোনা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। কারণ সূত্রের খবর, সেদিন নাকি সংস্থার কর্মীদের ছুটি নিতে বারণ করেছে কর্তৃপক্ষ। এই সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে।


আইফোন ১৫ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে যেসব সম্ভাব্য তথ্য



  • শোনা গিয়েছে, অ্যাপেল ১৫ সিরিজের ভ্যানিলা মডেলগুলিতে থাকতে চলেছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট। আর প্রো মডেলগুলিতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে।

  • আশা করা হচ্ছে, অ্যাপেল তাদের আইফোন ১৫ সিরিজের ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট রাখবে চার্জিংয়ের জন্য। এছাড়াও সমস্ত মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে। এখন শুধু আইফোন ১৪ প্রো মডেলে এই ফিচার রয়েছে। 

  • আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।

  • নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত। 


২০২২ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ৭ সেপ্টেম্বর। ২০২১ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এবছর অর্থাৎ ২০২৩ সালে অ্যাপেল ইভেন্ট ১৩ সেপ্টেম্বর বলে শোনা গিয়েছে। মাঝে ১২ সেপ্টেম্বরের কথাও শোনা গিয়েছিল। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসে নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ। তবে এইসব তথ্যই বিভিন্ন সূত্রের মাধ্যমে শোনা গিয়েছে। অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু ঘোষণা করেনি। অ্যাপেল ইভেন্টে চলতি বছর আইফোন ১৫ সিরিজের সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং অন্যান্য অ্যাপেল প্রোডাক্ট লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। 


ভারতে লঞ্চ হয়েছে নতুন গেমিং ফোন


ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন গেমিং স্মার্টফোন ইনফিনিক্স জিটি ১০ প্রো। ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- এবার ভাগ্য বলবে AI! কুণ্ডলীও বানিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা