iPhone 16: আইফোন ১৬ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকা। বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, সেই মডেলের দাম এটি। তবে ফ্লিপকার্টের GOAT Sale 2025- এই ফোন পাওয়া যাচ্ছে অনেকটাই কম দামে। সীমিত সময়ের জন্য রয়েছে এই অফার। আইফোন ১৬ অবশ্য ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও লঞ্চ হয়েছিল ভারতে। আইফোন ১৬- র সঙ্গে সঙ্গে আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই তিনটি ফোনও ভারতে লঞ্চ হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। শুধু ফ্লিপকার্ট নয়, অ্যামাজনেও আইফোন ১৬ লঞ্চ হওয়ার সময়ের থেকে বেশ অনেকটাই কম দামে কেনা যাচ্ছে।
ফ্লিপকার্টে GOAT Sale 2025- র আইফোন ১৬- র বেস ভ্যারিয়েন্ট (১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল) পাওয়া যাচ্ছে ৬৯,৯৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চের সময়ের থেকে ৯৯০১ টাকা কম দামে কেনা যাবে। লঞ্চের সময় আইফোন ১৬ বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। অন্যদিকে আইফোন ১৬- র ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম লঞ্চের সময় ছিল ৮৯,৯০০ টাকা, যা এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৮১,৯৯৯ টাকায়। আর ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম লঞ্চের সময় ছিল ১,০৯,৯০০ টাকা, এখন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ৯৯,৯৯৯ টাকায়। বর্তমানে ফ্লিপকার্টে চলছে GOAT Sale 2025 সেল। ১৭ জুলাই পর্যন্ত চলবে এই সেল। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই। মাত্র একটা দিন। অতএব আইফোন কেনার পরিকল্পনা থাকবে একবার চোখ বুলিয়ে নিতেই পারেন ফ্লিপকার্টের ওয়েবসাইটে।
গত ১২ জুলাই ফ্লিপকার্টে GOAT Sale 2025- এর সঙ্গে শুরু হয়েছে অ্যামাজন প্রাইম ডে সেল। অ্যামাজনের এই সেলও চলবে ১৭ জুলাই পর্যন্ত। আইফোন ১৬ অ্যামাজন থেকেও বেশ কিছুটা ছাড়ে কেনার সুযোগ রয়েছে। থাকছে অতিরিক্ত ৩০০০ টাকা ব্যাঙ্ক অফারও। অ্যামাজনে আইফোন ১৬ ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৩,৫০০ টাকা, যা লঞ্চের সময়ের থেকে ৬৪০০ টাকা কম। ২৫৬ জিবি এবং ৫১ ২জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৬ অ্যামাজনের প্রাইম ডে সেলে কেনা যাবে যথাক্রমে ৮৩,৫০০ টাকা এবং ৯৯,৯০০ টাকায়। এই অফার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ডিসকাউন্ড, এক্সচেঞ্জ অফার এবং ক্যাশব্যাক অফারের সুবিধাও থাকছে ক্রেতাদের জন্য। কালো, গোলাপি, টিল, আলট্রামেরিন এবং সাদা রঙে কেনা যাবে আইফোন ১৬।