iPhone 17 Series: ভারতে অ্যাপেল ১৭ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। তার সঙ্গে সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপেল ওয়াচ সিরিজ ১১, ওয়াচ আলট্রা ৩, ওয়াচ এসই ৩ এবং ট্রু ওয়্যারলেস স্টিরিও এয়ারপডস প্রো (থার্ড জেনারেশন) - এরও প্রি-অর্ডার করা যাবে। শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে আইফোন ১৭ সিরিজের মডেলগুলির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। অ্যাপেলের অনলাইন স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে অ্যাপেলের নতুন প্রোডাক্টগুলি। অথরাইজড অ্যাপেল রিটেল আউটলেটগুলি থেকেও কেনা যাবে অ্যাপেল ১৭ সিরিজের ফোন এবং অন্যান্য প্রোডাক্টগুলি। প্রি-অর্ডার করা যাবে ক্রোমা এবং বিজয় সেলস থেকেও। আইফোন ১৭ সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।
আইফোন ১৭ সিরিজের বেস মডেলের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৮২,৯০০ টাকা। আইফোন এয়ার- এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা। আইফোন ১৭ প্রো মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৯০০ টাকা। আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১,৪৯,৯০০ টাকা। অ্যাপেল স্টোর ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা দেবে ক্রেতাদের। এছাড়াও থাকছে ৫০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুবিধা। আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে এই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।
অ্যাপেল ইন্ডিয়া ওয়েবসাইটে আইফোন ১৭ ফোনের জন্য ইএমআই শুরু হচ্ছে প্রতি মাসে ১২,৯৮৩ টাকা। আইফোন ১৭ এয়ার ফোনের ক্ষেত্রে ইএমআই- এর কিস্তি শুরু হচ্ছে মাসে ১৯,১৫০ টাকা থেকে। আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স - এই দুই ফোনের ক্ষেত্রে ইএমআই শুরু হচ্ছে প্রতি মাসে যথাক্রমে ২১,৬৫০ টাকা এবং ২৪,১৫০ টাকা থেকে। ক্রেতারা এক্সচেঞ্জ বোনাসও পাবেন। পুরনো আইফোনের পরিবর্তে ৬৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আইফোন ১৭ সিরিজের ফোনে 'কামিং সুন' ট্যাগ রয়েছে। ক্রেতারা ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ফ্লিপকার্টে। তবে এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে ফোন কিনলে ছাড় পাবেন ক্রেতারা। আইফোন ১৭ সিরিজ ভারতে লঞ্চের পর আইফোন ১৬- র দাম কমেছে।