নয়াদিল্লি: সস্তায় স্মার্ট ফোনের তকমা হারাতে পারে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত JioPhone Next। আত্মপ্রকাশের তারিখ পিছিয়ে যাওয়ায় দাম বাড়তে পারে 'এন্ট্রি লেভেল' স্মার্ট ফোনের।


JioPhone Next-এর দাম বৃদ্ধির কারণ 
কোম্পানির তরফে দাম বাড়ার বিষয়ে এখনই কিছু মন্তব্য করা হয়নি।যদিও বিশ্লেষকরা ET Telecom-কে জানিয়েছেন, ইতিমধ্যেই ফোনের যন্ত্রাংশের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। মূলত, যন্ত্রাংশ জোগাড় করার সময় ৬-৮ সপ্তাহ থাকলেও এখন তা ১৬-২০ সপ্তাহে গিয়ে দাঁড়িয়েছে। এই সময় বৃদ্ধির ফলে দাম বেড়েছে যন্ত্রাংশের।বিশেষজ্ঞদের আরও দাবি, ফোনের যন্ত্রাংশগুলির একটা 'সেলফ লাইফ' রয়েছে। আগামী ৬-৮ মাস ফোনের যন্ত্রাংশের দাম বাড়ার কথা মাথায় রেখে স্টক রাখার জায়গা ঠিক করে নিতে হবে কোম্পানিকে। অন্যথায় সমস্যা বাড়াবে। 
 
JioPhone Next-এর লঞ্চ
গত ১০ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল JioPhone Next। যদিও গনেশ চুতুর্থীর ঠিক আগে রিলায়েন্স ও গুগল যৌথ বিবৃতি দিয়ে জানায়, নির্ধারিত সময়ে লঞ্চ হবে না তাদের ফোন। কোম্পানির তরফে বলা হয়, দীপাবলির সময় আসতে চলেছে JioPhone Next।  লঞ্চের আগের রাতে লিখিত বিবৃতিতে কোম্পানি জানায়, বিশ্বে সেমিকন্ডাক্টরের অভাবের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।কোম্পানি জানিয়েছে, এই সময়টা ফোনের অ্যাডভান্স ট্রায়ালে কাজে লাগাবে জিও। 


রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় JioPhone Next-এর বিষয়ে আগেই ঘোষণা করেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানি। অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ফোনের অপারেটিং সিস্টেম। কোম্পানির দাবি, আগে কেবল পাওয়ারফুল বা হাই এন্ড মোবাইলে পাওয়া যেত এই ফিচার। যা এবার সস্তার স্মার্টফোনে দেবে জিও। সময়ে সময়ে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট ছাড়াও ভালো ক্যামেরা সেন্সর দেওয়া হবে এই ফোনে। নিজের ভাষাতেই ভয়েজ কামান্ডের মাধ্যমে চলবে ফোন।


কত দাম হতে চলেছে JioPhone Next-এর ?
টেক সাইটগুলোর মতে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। সবথেকে কম দামে পাওয়া যাবে ৫০০০টাকার বেস ভ্যারিয়েন্ট।টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়। যদিও টেক ব্লগারদের মতে, ফোনের ১০ শতাংশ ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন ক্রেতা। বাকিটা দিতে হবে কিস্তিতে।ব্যাঙ্কের মাধ্যমেই হবে এই কিস্তির লেনদেন।তবে এই কিস্তির জন্য ক্রেতাকে সুদ দিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।তবে কিছু টিপস্টারের মতে, ভারতে ৩৪৯৯টাকা দাম হতে চলেছে ফোনের। বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার।যদিও এখন পরিস্থিতি অনুসারে বদলে যেতে পারে এই দাম।    


JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া না হলেও Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।


আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV


আরও পড়ুন : Samsung Galaxy M52 5G-র লঞ্চ ডেট প্রকাশ্যে, কী থাকছে নতুন ফোনে ?


আরও পড়ুন : Xiaomi Smart Glasses: ফোন করা যাবে-তোলা যাবে ছবি, আসছে Xiaomi Smart Glass