iPhone SE (2022), iPad Air (2022) price in India: অপেক্ষার দিন শেষ। ভারতের বুকে শুরু হয়ে গেল iPhone SE 2022 ও iPad Air (2022)-এর বিক্রি। গত সপ্তাহেই ভার্চুয়াল ইভেন্টে একাধিক প্রোডাক্ট লঞ্চ করে অ্যাপল (Apple)। 


Apple Products: কত দাম রাখা হল ফোন , আইপ্যাডের ? 
ভারতে iPhone SE (2022) এর দাম শুরু হচ্ছে 64GB মডেলের জন্য 43,900 টাকা থেকে। নতুন আইফোনটিও 128GB মডেলে পাওয়া যাবে। যার দাম 48,900 টাকা। টপ-এন্ড 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 58,900 টাকা। এতে মিডনাইট, স্টারলাইট ও প্রোডাক্ট রেড রঙে পাওয়া যাবে।


iPad Air (2022) Wi-Fi মডেলের দাম শুরু হচ্ছে 64GB মডেলের জন্য 54,900 টাকা। এর 256GB অপশনের দাম রাখা হয়েছে 68,900 টাকা। পাশাপাশি iPad Air (2022) Wi-Fi + সেলুলার ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 64GB মডেলের জন্য 68,900 টাকা। এর 256GB সংস্করণের জন্য 82,900 টাকা দিতে হবে ক্রেতাকে। iPad Air (2022) নীল, গোলাপী, বেগুনি, স্পেস গ্রে ও স্টারলাইট রঙে পাওয়া যাচ্ছে।


iPhone SE (2022) ও iPad Air (2022) উভয়েই অ্যামাজন ও ফ্লিপকার্টের পাশাপাশি দেশের বিভিন্ন অফলাইন স্টোর সহ অনলাইন চ্যানেলগুলির মাধ্যমে পাওয়া যাবে। অ্যাপল ইন্ডিয়া অনলাইন স্টোরটি আইপ্যাড এয়ার (2022) বিক্রিও শুরু করেছে। ICICI ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, ও SBI কার্ড ব্যবহারে 2,000 তাত্ক্ষণিক ছাড় রয়েছে এই ডিভাইসগুলিতে৷ iPad Air (2022) কেনার উপর 4,000 ছাড় দিচ্ছে কোম্পানি৷ এছাড়াও রয়েছে নো-কস্ট ইএমআই বিকল্প ও অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট।


iPhone SE: সম্প্রতি অ্যাপলের ইভেন্টে জোর জল্পনা ছিল iPhone SE নিয়ে। বিশ্ববাজারে দাম রাখা হয়েছে ৪২৯ ডলার। নতুন iPhone SE আইফোন ১৩-এর দ্রুততম চিপ দিয়েছে অ্যাপল। Apple A15 Bionic প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। এছাড়াও ফিফথ জেনারেশন iPad Air লঞ্চ করল অ্যাপল, যাতে থাকছে M1 chip। অ্যাপলের সবথেকে শক্তিশালী চিপগুলির মধ্যে একটি এই M1 chip। কোম্পানির দাবি, এই ডিভাইসে সুপার ফাস্ট পারফরম্যান্স পাবেন ক্রেতা। পঞ্চম-প্রজন্মের আইপ্যাড এয়ার  Wi-Fi ও Wi-Fi + সেলুলার মডেলে পাওয়া যাবে।