কলকাতা: আইফোনের (iPhone) দাম সবসময় সাধ্যের মধ্যে না থাকলেও অ্যাপেলের (Apple iPhone) এই ডিভাইস নিয়ে জনমানসে উত্তেজনা কিন্তু কিছু কম নেই। আর মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলও ইউজারদের সুবিধার কথা মাথায় রেখেই আইফোন তৈরি করে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন আইফোনে ইউজারদের সুবিধার্থে অনেক ‘ইউজার ফ্রেন্ডলি’ ফিচার (User Friendly Features) যুক্ত থাকে। এবার এক নতুন ধরনের ফিচার নিয়ে আসতে চলেছে আইফোন। কবে থেকে অ্যাপেল সংস্থা এইসব ফিচার তাদের আইফোন যুক্ত করবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এই নতুন ফিচারের সাপোর্ট থাকলে নাকি বৃষ্টির মধ্যেই আইফোন বের করে দিব্যি স্ক্রিনে লিখতে পারবেন ইউজাররা।


বর্তমানে বাজারে যেসব আইফোন বিক্রি হয়, তার মধ্যেও ওয়াটার রেজিসট্যান্ট ফিচার রয়েছে। কিন্তু তারপরেও বৃষ্টির মধ্যে ফোন ব্যবহার কিন্তু যথেষ্টই সমস্যাজনক। ডিসপ্লের উপর বৃষ্টির জল পড়লে সেখানে লেখা তো দূরে থাক স্ক্রিনের মধ্যে বিভিন্ন অংশে ‘টাচ’ করাও বেশ মুশকিল হয়ে যায়। এই সমস্ত সমস্যারই সমাধান নিয়ে এবার নতুন ফিচার আনতে চলেছে অ্যাপেল। শোনা যাচ্ছে, কুপার্টিনোর সংস্থা এমন একটি পেটেন্ট আনতে চলেছে যার সাহায্যে আইফোনে যুক্ত হতে পারে ওয়েট মোড (Wet Mode)। অনুমান করা হচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে এই বিশেষ সেনসর। আর এর মাধ্যমেই হয়তো ইউজাররা তাদের ‘টাচ সেনসিটিভিটি’ পরিবর্তন করতে সক্ষম হবে। ভবিষ্যতের আইফোন মডেলগুলিতে সম্ভবত থাকবে এই অত্যাধুনিক স্মার্ট ফিচার।


ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে অন্যান্য অ্যাপেল ডিভাইসেও যুক্ত থাকে অনেক আধুনিক ফিচার বা সেনসর। যেমন শোনা গিয়েছে, অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে হয়তো এমন একটি সেনসর থাকবে যা ইউজারের জ্বর হলে জানান দেবে। অর্থাৎ ইউজারের বডি টেম্পারেচার বা দৈহিক তাপমাত্রা পরিমাপের সেনসর থাকতে পারে নতুন অ্যাপেল ওয়াচ সিরিজে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষের দিকেই হয়তো বাজারে আসতে পারে অ্যাপেলের এই নতুন ওয়াচ সিরিজ।   


আরও পড়ুন- ৫০০০ টাকার মধ্যে ভারতে কোন কোন স্মার্টওয়াচ পাবেন? রইল তালিকা