কলকাতা: ভারতে এখন স্মার্টওয়াচের (Smartwatch) বাজার ব্যবসায়িক দিক থেকে যথেষ্টই ভাল। বিশেষ করে ফিটনেস প্রেমী তরুণ প্রজন্ম আজকাল সাধারণ ঘড়ি ছেড়ে স্মার্টওয়াচের (Smartwatch and Fitness Band) দিকেই ঝুঁকেছে। কারণ বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচে যুক্ত থাকে একাধিক হেলথ ফিচার (Health Features)। এগুলোর সাহায্যে ইউজার প্রতিনিয়ত নিজের গতিবিধি নিরীক্ষণ করতে পারেন। ক’পা হাঁটলেন, কতটা দৌড়ালেন, সবই বোঝা সম্ভব এইসব ডিভাইসের সাহায্যে। ভারতে ৫০০০ টাকার মধ্যে বেশ কিছু নামি সংস্থার স্মার্টওয়াচ রয়েছে। একনজরে দেখে নিন সেইসব স্মার্টওয়ায়চের দাম ও কোথা থেকে এবং কবে থেকে কেনা যাবে--- এইসব তথ্য।


Fire-Boltt Ring 3 Smartwatch


এই স্মার্টওয়ায়চের দাম ৩৪৯৯ টাকা। মোট ছয়টি রঙে ভারতে লঞ্চ হয়েছে। কালো, ধূসর, সোনালি, নেভি ব্লু, রোজ গোল্ড এবং রুপোলি রঙে পাওয়া যাবে। ৩ জুলাই থেকে শুরু হয়েছে বিক্রি। কেনা যাবে অ্যামাজন এবং সংস্থার ওয়েবসাইট থেকে।


Noise ColorFit Pro 4


এই স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে। কেনা যাবে অ্যামাজন থেকে। চারকোল ব্ল্যাক, মিডনাইট ব্লু, মিন্ট গ্রিন, রোজ পিঙ্ক, সিলভার গ্রে, সানসেট অরেঞ্জ, টিল ব্লু- এই সমস্ত রঙে নয়েজ কালারফিট প্রো ৪ স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে।


Noise ColorFit Pro 4 Max


এই স্মার্টওয়াচের দাম ৩৯৯৯ টাকা। ৪ জুলাই থেকে এই স্মার্টওয়াচেরও বিক্রি শুরু হতে চলেছে। কেনা যাবে অ্যামাজনের মাধ্যমে। নেভি গোল্ড, রোজ গোল্ড, সিলভার গ্রে এবং ভিন্টেজ ব্রাউন--- এইসব রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজ কালারফিট প্রো ৪ ম্যাক্স স্মার্টওয়াচ।


Itel Smartwatch 1 ES


এই স্মার্টওয়াচের দাম মাত্র ১৯৯৯ টাকা। কালো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে ১৫ দিন ব্যাটারি লাইফ বজায় থাকবে।


Fire-Boltt Rage


এই স্মার্টওয়ায়চের দাম ২৪৯৯ টাকা। কেনা যাবে অ্যামাজন থেকে। ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক গোল্ড, রোজ গোল্ড এবং গ্রে- এইসব রঙে ভারতে কেনা যাবে এই স্মার্টওয়াচ। সংস্থার ওয়েবসাইট থেকে ২১৯৯ টাকায় এই স্মার্টওয়াচ কিনতে পারবেন ক্রেতারা।


আরও পড়ুন- নয়েজের নতুন নেকব্যান্ড ইয়ারফোন, একবার চার্জেই ৮০ ঘণ্টার ব্যাটারি লাইফ, দাম কত?