iQoo 115G: ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোন আইকিউওও ১১ ৫জি (iQoo 11 5G) - র লঞ্চ পিছিয়ে গিয়েছিল। ২ ডিসেম্বর এই ফোন লঞ্চের কথা ছিল। তবে তা পিছিয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে। iQoo Indonesia তাদের ইনস্টাগ্রামে জানিয়েছে যে, আইকিউওও ১১ ৫জি আগামী ৮ ডিসেম্বর লঞ্চ করা হবে। এর সঙ্গে আবার আইকিউওও নিও ৭ এসই (iQoo Neo 7 SE) ফোন লঞ্চের সম্ভাবনাও রয়েছে। তবে আইকিউওও ১১ সিরিজের ভ্যানিলা ৫জি মডেলের সঙ্গে আইকিউওও নিও ৭ এসই ফোন লঞ্চ হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি। BMW Motorsport- এই স্পেশ্যাল থিম এডিশনেও লঞ্চ হতে পারে আইকিউওও ১১ ৫জি ফোন।
আইকিউওও ১১ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে আইকিউওও ১১ ৫জি ফোন।
- এই ফোনে একটি E6 AMOLED ডিসপ্লে থাকতে পারে। সেখানে ২কে রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হবে বলে শোনা গিয়েছে।
- আইকিউওও ১১ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা অয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের একটি টেলিফটো ইউনিট থাকতে পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোন একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আইকিউওও নিও ৭ এসই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনে একটি মিডিয়াটে ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও আইকিউওও নিও ৭ এসই ফোনে ১২ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। তার সঙ্গে এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
ইনফিনিক্স স্মার্টফোন
ভারতে ইনফিনিক্স হট ২০ জি (Infinix Hot 20 5G) ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ প্লে (Infinix Hot 20 Play) - এই বাজেট ফ্রেন্ডলি ফোন। মিডিয়াটেক কোম্পানির চিপসেট রয়েছে ইনফিনিক্সের এই দুই ফোনে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ প্লে ফোন, দেখে নিন দাম এবং বিভিন্ন আকর্ষণীয় ফিচার