iQoo 12 Series: আইকিউওও ১২ সিরিজের (iQoo 12 Series) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আইকিউওও ১২ (iQoo 12) এবং আইকিউওও ১২ প্রো (iQoo 12 Pro) এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, বেস মডেল অর্থাৎ আইকিউওও ১২ ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই ফোন দেশে লঞ্চের কথা রয়েছে। জানা গিয়েছে, এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থায় এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অনুমান, চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। তবে নিশ্চিত ভাবে সংস্থার তরফে কিছু জানা যায়নি এখনও।


চিনে আইকিউওও ১২ ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এবং ১টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে। চিনে লঞ্চ হওয়া আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে ১.৫কে রেজোলিউশ পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। আইকিউওও ১২ ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্ট রয়েছে। 


চিনের ভ্যারিয়েন্টে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (১০০এক্স জুম সমেত), ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর যুক্ত লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। 


Samsung Galaxy A05: নির্দিষ্ট কিছু দেশে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ (Samsung Galaxy A05) ফোন। সূত্রের খবর, এবার ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন এবার ভারতের বাজারে আসছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ (Samsung Galaxy A04) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে নতুন ফোন। শোনা গিয়েছে, এই ফোনে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট থাকতে পারে। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও নাকি ইতিমধ্যেই এই ফোনের নাম দেখা গিয়েছে বলে জানিয়েছে ৯১ মোবাইলস নামের একটি সংস্থা। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'সিক্রেট কোড' ফিচার, আরও গোপনে সুরক্ষিত থাকবে 'লকড চ্যাট'