iQoo 12: ভারতে ভিভো- র (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) তাদের ফোন আইকিউওও ১২ (iQoo 12) লঞ্চ করেছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে। আইকিউওও (iQoo) সংস্থার তরফে নিশ্চিত ভাবে জানানো হয়েছে এবার লঞ্চ হবে আইকিউওও ১২ ফোনের স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশন (Anniversary Edition)। এক্স মাধ্যমে একথা ঘোষণা করেছে আইকিউওও কর্তৃপক্ষ। তবে এই বিশেষ ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে বিগত চার বছর ধরে প্রোডাক্ট লঞ্চ করছে আইকিউওও সংস্থা। চার বছর পূর্তি উপলক্ষ্যেই এই স্পেশ্যাল অ্যানিভার্সারি এডিশনের আইকিউওও ১২ ফোন ভারতে লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। 


 






আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুন মার্য এক্স মাধ্যমে ঘোষণা করেছেন আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন মডেল লঞ্চের কথা। নিজের পোস্টের সঙ্গে একটি খোলা চিঠি দিয়ে তিনি এও জানিয়েছেন ভারতে এই প্রথম অ্যানিভার্সারি এডিশন ফোন লঞ্চ হতে চলেছে। বিগত চার বছরের সফরকে উল্লেখযোগ্য করতেই এই ফোন লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইকিউওও ১২ ফোনের থেকে এই নতুন মডেল কতটা আলাদা হবে, আদৌ কোনপ পার্থক্য থাকবে কিনা, থাকলেও কী কী ফারাক নজরে আসবে- এই প্রসঙ্গে কিছুই জানা যায়নি এখনও। নতুন রঙে কিংবা রেয়ার প্যানেলে বিশেষ কোনও ফিনিশ নিয়ে আইকিউওও ১২ ফোনের অ্যানিভার্সারি এডিশন মডেল লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, এবার নাকি লাল রঙে লঞ্চ হতে চলেছে নতুন ফোন। চিনে এই রঙের মডেল লঞ্চ হয়েছিল। তবে আনুষ্ঠানিক ভাবে আইকিউওও ১২ ফোনের অ্যানিভার্সারি এডিশন সম্পর্কে কিছু জানা যায়নি। 


এবার দেখে নেওয়া যাক আইকিউওও ১২ ফোনের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন 


ভারতে লঞ্চ হওয়া এটিই প্রথম ফোন যেখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ভারতে শুরু পোকো সি৬১ ফোনের বিক্রি, দাম কত এবং কী কী অফার রয়েছে, দেখে নিন