Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি ফোন (Samsung Galaxy M55s 5G) লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) এই ফোনেরয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে একটি AMOLED ডিসপ্লে। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরার সাহায্যে ডুয়াল রেকর্ডিং (Dual Recording) করা যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে ডবল ডিজাইন প্যাটার্ন।                


স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে      



  • এই ফোনের ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসরে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। হাত কেঁপে গেলেও স্বচ্ছ, স্পষ্ট, পরিষ্কার ছবি এবং ভিডিও তোলা যাবে এই ফিচারের সাহায্যে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে।                                 

  • স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসরের সাহায্যেও ভিডিও রেকর্ড করা যাবে। এই সুবিধা রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিটেও। নাইটোগ্রাফি ফিচারও রয়েছে এই ফোনে। কম আলোয় ভাল ফোন এবং ভিডিও তোলা যাবে এই ফোনের ক্যামেরা সেনসরের সাহায্যে।                       

  • স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোন খুবই হাল্কা, মাত্র ৭.৮ মিলিমিটার পুরু। কোরাল গ্রিন এবং থান্ডার ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ফোন।                               

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি সুপার AMOLED প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সূর্যালোকেও যাতে ফোনের স্ক্রিন ভালভাবে দেখা যায় তার জন্য রয়েছে ভিশন বুস্টার টেকনোলজি।           


স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোনের দাম ভারতে কত 


এই ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। এখানে রয়েছে ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ৫জি ফোনের বিক্রি শুরু হবে।          


আরও পড়ুন- পোকো- র একগুচ্ছ ফোনে দুর্দান্ত অফার ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে, কোন কোন মডেল কত কম দামে কেনা যাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।